এসএসসি পরীক্ষার্থিদের জন্য পদার্থ বিজ্ঞান নৈর্ব্যত্তিক -১.৩
অধ্যায় - ১: (ভৌত রাশি ও পরিমাপ)
সর্বমোট প্রশ্ন সংখ্যা ৩৪৭
৩য় পর্ব (প্রশ্ন ১০১-১৫০)
১ম পড়ার জন্য এখানে ক্লিক করুন-
২য় পড়ার জন্য এখানে ক্লিক করুন-
ক) আল বিরুনী
খ) আল মাসুদী
গ) ইবনে আল হাইথাম
ঘ) রজার বেকন
সঠিক উত্তর: (গ)
১০২. কোনটি লব্ধ একক?
ক) অ্যাম্পিয়ার
খ) মোল
গ) কিলোগ্রাম
ঘ) মিটার/সেকেন্ড
সঠিক উত্তর: (ঘ)
১০৩. সত্যেন্দ্রনাথ বসু কোন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন?
ক) অক্সফোর্ড
খ) ক্যালিফোর্নিয়া
গ) কলকাতা
ঘ) ঢাকা
সঠিক উত্তর: (ঘ)
১০৪. নিচের কোনটি পদার্থবিজ্ঞানের মূলনীতি?
ক) উপরিপাতনের নীতি
খ) শক্তির সংরক্ষণশীলতা নীতি
গ) ডাল্টনের নীতি
ঘ) থিয়োফ্রাসটাসের নীতি
সঠিক উত্তর: (খ)
১০৫. X-ray আবিষ্কার করেন কে?
ক) আইনস্টাইন
খ) জগদীশ চন্দ্র বসু
গ) বেকরেল
ঘ) রনজেন
সঠিক উত্তর: (ঘ)
১০৬. মাত্রার সাথে সম্পর্কিত বাক্যগুলো লক্ষ কর:
i. ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচক হলো মাত্রা
ii. মাত্রা সমীকরণে মাত্রা নির্দেশ করতে তৃতীয় বন্ধনী ব্যবহার করা হয়
iii. বলের মাত্রা [F]=[MLT-1]
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১০৭. বলবিদ্যা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?
ক) গ্যালিলিও
খ) আইনস্টাইন
গ) ম্যাক্স প্লাঙ্ক
ঘ) নিউটন
সঠিক উত্তর: (ঘ)
১০৮. থেলিসের জীবনকাল –
ক) ৬২৪ – ৫৬৯ খ্রিস্টাব্দ
খ) ৪৬০ – ৩৭০ খ্রিস্টাব্দ
গ) খ্রিস্টপূর্ব ৪৬০ – ৩৭০
ঘ) খ্রিস্টপূর্ব ৬২৪ – ৫৬৯
সঠিক উত্তর: (ঘ)
১০৯. দীপন ক্ষমতার একক নির্ধারণে কোন মৌলিক পদার্থটি ব্যবহৃত হয়েছে?
ক) লোহা
খ) তামা
গ) প্লাটিনাম
ঘ) পারদ
সঠিক উত্তর: (গ)
১১০. স্লাইড ক্যালিপার্স – এর দ্বারা মাপজোখের ক্ষেত্রে নিচের বিবরণগুলো লক্ষ করো –
i. সিলিন্ডার বা চোঙ বা বেলনের আয়তন নির্ণয়ে
ii. ফাঁপা নলের অন্তর্ব্যাস ও বহির্ব্যাস নির্ণয়ে
iii. বস্তুর ভর নির্ণয়ে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১১১. বিজ্ঞানের বন্ধ্যাত্বকালীন সময়ে ইউরোপীয় সভ্যতা জ্ঞান গ্রহণ করেছিল –
i. বাইজানটাইন সভ্যতার
ii. গ্রিক সভ্যতার
iii. মুসলিম সভ্যতার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১১২. কৃত্রিম উপগ্রহ ভূমিকা রাখছে –
i. কম্পিউটার আবিষ্কারে
ii. আবহাওয়া পূর্বাভাস প্রদানে
iii. যোগাযোগ সহজ করতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১১৩. পাখির ওড়া পর্যবেক্ষণ করে উড়োজাহাজের মডেল তৈরি করেন কে?
ক) রজার বেকন
খ) লিউনার্দো দা ভিঞ্চি
গ) রবার্ট হুক
ঘ) হাইগেন
সঠিক উত্তর: (খ)
১১৪. তাড়িতচৌম্বক তত্ত্বের ক্ষেত্রে সম্পর্ক আছে –
i. ১৮৬৪ সাল
ii. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল
iii. তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রে একীভূতকরণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১১৫. যান্ত্রিক ত্রুটি কখন নির্ণয় করতে হয় –
ক) পরীক্ষা শুরুর আগে
খ) পরীক্ষার মাঝে
গ) পরীক্ষার শেষে
ঘ) যন্ত্র কেনার সময়
সঠিক উত্তর: (ক)
১১৬. একটি স্ক্রু গজে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 100 এবং পিচ 1 mm, এটির লঘিষ্ঠ গুণন কত?
ক) 0.1 mm
খ) 1 mm
গ) 0.001 mm
ঘ) 0.01 mm
সঠিক উত্তর: (ঘ)
১১৭. তুলা যন্ত্রে কয়টি পাল্লা থাকে?
ক) দুটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (ক)
১১৮. সময়ের একক কী?
ক) মিটার
খ) কিলোগ্রাম
গ) সেকেন্ড
ঘ) মোল
সঠিক উত্তর: (গ)
১১৯. ‘পরমাণুর নিউক্লিয়াস ধনাত্মকবাবে আহিত’ এটি কোন শতকের আবিষ্কার?
ক) ঊনবিংশ শতাব্দীর শেষে
খ) বিংশ শতাব্দীর শুরুতে
গ) বিংশ শতাব্দীর শেষে
ঘ) একবিংশ শতাব্দীর শুরুতে
সঠিক উত্তর: (খ)
১২০. কেপলারের গুরু কে ছিলেন?
ক) কোপারনিকাস
খ) টাইকোব্রাহে
গ) রোমার
ঘ) নিউটন
সঠিক উত্তর: (খ)
১২১. টলেমির মতবাদের বিরোধিতা করেন কে?
ক) আল হাসেন
খ) ইবনে আল হাইথাম
গ) টলেমি
ঘ) আল মাসুদী
সঠিক উত্তর: (ক)
১২২. লিওনার্দো দা ভিঞ্চি –
i. দক্ষতার সাথে কিছু সাধারণ যন্ত্র উদ্ভাবন করেন
ii. চিত্রশিল্পী ছিলেন
iii. উড়োজাহাজ আবিষ্কার করেন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১২৩. পরমাণুর প্রাথমিক ধারণা দেন কে?
ক) পিথাগোরাস
খ) ডেমোক্রিটাস
গ) ইবনে সিনা
ঘ) আল হাজেন
সঠিক উত্তর: (খ)
১২৪. নিচের কোনটির সাথে হাইগেনের কোনো সম্পর্ক নেই?
ক) পেন্ডুলামীয় গতি পর্যালোচনা
খ) ঘড়ির যান্ত্রিক কৌশলের বিকাশ
গ) আলোর প্রতিসরণের সূত্র
ঘ) আলোর তরঙ্গ তত্ত্ব উদ্ভাবন
সঠিক উত্তর: (গ)
১২৫. বিজ্ঞানী গ্যালিলিও কোন দেশের অধিবাসী?
ক) জার্মানী
খ) স্পেন
গ) ইতালী
ঘ) ফ্রান্স
সঠিক উত্তর: (গ)
১২৬. কোনটি মৌলিক রাশি নয়?
ক) কাজ
খ) পদার্থের পরিমাণ
গ) সময়
ঘ) ভর
সঠিক উত্তর: (ক)
১২৭. ভার্নিয়ারের শূন্য দাগ মূল স্কেলের শূন্য দাগের বাম পাশে থাকলে কোন ত্রুটি হবে?
ক) ধনাত্মক
খ) ঋনাত্মক
গ) নিরপেক্ষ
ঘ) ক ও খ উভয়ই হতে পারে
সঠিক উত্তর: (খ)
১২৮. নিউক্লিয়াস ফিশনযোগ্য এটি যে আবিষ্কার করেন –
ক) অটোহান ও স্ট্রেসম্যান
খ) হেনরী ও স্ট্রেসম্যান
গ) হেনরী ও লেঞ্জ
ঘ) অটোহান ও স্ট্রেসম্যান
সঠিক উত্তর: (ঘ)
১২৯. নিউটন তার বিস্ময়কর প্রতিভার দ্বারা আবিষ্কার করেন –
i. বলবিদ্যার বিখ্যাত তিনটি সূত্র
ii. সৃতিবিদ্যা
iii. বিশ্বজনীন মহাকর্ষ সূত্র
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৩০. আবদুস সালাম পেশায় ছিলেন –
ক) বৈমানিক
খ) প্রফেসর
গ) গণিতবিদ
ঘ) নকশাকার
সঠিক উত্তর: (খ)
১৩১. রাশির সংকেত কোন হরফে লিখতে হয়?
ক) ইটালিক
খ) রোমান
গ) গ্রিক
ঘ) জাপানিজ
সঠিক উত্তর: (ক)
১৩২. পদার্থের অবিভাজ্য একক পরমাণু – কে এ ধারণা দেন?
ক) আর্কিমিডিস
খ) অ্যারিস্টার্কাস
গ) ডেমোক্রিটাস
ঘ) রজার বেকন
সঠিক উত্তর: (গ)
১৩৩. ৩০৯। চৌম্বক ক্রিয়া তড়িৎ প্রবাহ উৎপাদন করে এ ঘটনা আবিষ্কার করেন –
i. মাইকেল ফ্যারাডে
ii. লেঞ্জ
iii. ওয়েরস্টেড
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৩৪. একটি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের এক ঘরের মান 1mm এবং ভার্নিয়ারের ঘরের সংখ্যা 20 হলে ভার্নিয়ার ধ্রুবক কত?
ক) 0.01 mm
খ) 0.05 mm
গ) 0.1 mm
ঘ) 0.5 mm
সঠিক উত্তর: (খ)
১৩৫. আয়তাকার বস্তুর আয়তন নির্ণয়ে কোনটি ব্যবহার করা হয়?
ক) স্লাইড ক্যালিপার্স
খ) স্ক্রুগজ
গ) তুলাযন্ত্র
ঘ) ভার্নিয়ার স্কেল
সঠিক উত্তর: (ক)
১৩৬. আলবার্ট আইনস্টাইন কত সালে জন্মগ্রহণ করেন?
ক) ১৮৫২
খ) ১৮৫৮
গ) ১৮৫৭
ঘ) ১৯৫৫
সঠিক উত্তর: (গ)
১৩৭. 10-12 F = কত?
ক) 2 pF
খ) 0.1 pF
গ) 1 pF
ঘ) 0.01 pF
সঠিক উত্তর: (গ)
১৩৮. যেসব রাশি স্বাধীন অর্থাৎ অন্য রাশির উপর নির্ভর করে না তাকে কী বলে?
ক) সিংহ রাশি
খ) মকর রাশি
গ) লব্ধ রাশি
ঘ) মৌলিক রাশি
সঠিক উত্তর: (ঘ)
১৩৯. ত্বরণের মাত্রা কোনটি?
ক) LT-2
খ) LT-1
গ) ML-1T-2
ঘ) ML-3
সঠিক উত্তর: (ক)
১৪০. ইলেকট্রন মাইক্রোস্কোপ বিপ্লব এনেছে –
i. বলবিদ্যায়
ii. বস্তু বিজ্ঞানে
iii. কোষ জীববিদ্যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৪১. ১০ গিগা জুল এর সঠিক সংকেত কোনটি?
ক) 10gj
খ) 10 Gj
গ) 10 gJ
ঘ) 10 GJ
সঠিক উত্তর: (ঘ)
১৪২. নিচের কোনটি লব্ধ একক?
ক) দৈর্ঘ্য
খ) আয়তন
গ) ভর
ঘ) সময়
সঠিক উত্তর: (খ)
১৪৩. 1 সেন্টিমিটারে কত মিলিমিটার?
ক) 1
খ) 10
গ) 100
ঘ) 1000
সঠিক উত্তর: (খ)
১৪৪. নিউটনীয় বা চিরায়ত পদার্থবিজ্ঞানে –
i. স্থান নিরবচ্ছিন্ন
ii. স্থানকে অতিক্ষুদ্র অংশে ভাগ করা যায়
iii. সক্ষাতের মধ্যে সব ঘটনা ঘটে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৪৫. ১৭১। কোনটি মৌলিক রাশি?
ক) দীপন তীব্রতা
খ) পদার্থের পরিমাণ
গ) তাপ
ঘ) তড়িৎ বিভব
সঠিক উত্তর: (খ)
১৪৬. আন্তর্জাতিক পদ্ধতিতে প্রতিটি ভৌত রাশির জন্য কয়টি একক নির্ধারণ করা হয়েছে?
ক) একটি
খ) তিনটি
গ) পাঁচটি
ঘ) সাতটি
সঠিক উত্তর: (ক)
১৪৭. নিচের বিবৃতিগুলো লক্ষ করো –
i. স্প্রিং নিক্তি দ্বারা বস্তুর ওজন মাপা যায়
ii. তড়িৎ প্রবাহ মাত্রায় একক মোল
iii. আপেক্ষিক গুরুত্ব একটি মাত্রাহীন রাশি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৪৮. অন্য এককের উপর ভিত্তি করে যে একক পাওয়া যায় তাকে বলে-
ক) মৌলিক একক
খ) লাম্বিক একক
গ) দেশীয় একক
ঘ) লব্ধ একক
সঠিক উত্তর: (ঘ)
১৪৯. ১০৯। নিচের কোনটি রনজেন আবিষ্কার করেন?
ক) তেজস্ক্রিয়তা
খ) আপেক্ষিক তত্ত্ব
গ) কোয়ান্টাম তত্ত্ব
ঘ) এক্স-রে
সঠিক উত্তর: (ঘ)
১৫০. বোসন কার নাম থেকে এসেছে?
ক) জগদীশ চন্দ্র বসু
খ) সুভাষ চন্দ্র বসু
গ) সত্যেন্দ্রনাথ বসু
ঘ) শরৎচন্দ্র বসু
সঠিক উত্তর: (গ)
0 comments :