এসএসসি পরীক্ষার্থীদের জন্য জীব বিজ্ঞান নৈর্ব্যত্তিক -২.৩
২য় অধ্যায় (জীব কোষ ও টিস্যু)
৩য় পর্ব (প্রশ্ন ১০১-১৫০)
সর্বমোট প্রশ্ন সংখ্যা ৩৪৪
১ম পর্ব পড়ার জন্য এখানে ক্লিক করুন-
২য় পর্ব পড়ার জন্য এখানে ক্লিক করুন-
১০১. একটা আদর্শ নিউরনে কয়টা অংশ থাকে?
ক) একটা
খ) দুইটা
গ) তিনটা
ঘ) পাঁচটা
সঠিক উত্তর: (ক)
১০২. রক্তের রং কেমন?
ক) ঈষৎ লালচে
খ) হলুদাভ সবুজ
গ) ঈষৎ হলুদাভ
ঘ) বর্ণহীন
সঠিক উত্তর: (গ)
১০৩. সিনাপস বলতে কী বোঝায়?
ক) অস্থি সন্ধি
খ) স্নায়ুসন্ধি
গ) পেশিসন্ধি
ঘ) লসিকাসন্ধি
সঠিক উত্তর: (খ)
১০৪. আবরণী টিস্যুর যে কোষগুলো ভিত্তি পর্দার উপর একস্তরে সজ্জিত সেগুলো পাওয়া যায়-
i. বৃক্কের বোম্যানস ক্যাপসুলে
ii. বৃক্কীয় নালিকায়
iii. অন্ত্রের অন্তঃপ্রাচীর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১০৫. হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন কোন যৌগ গঠন করে?
ক) হিমো-অক্সিগ্লোবিন
খ) অক্সি-গ্লোবিন
গ) অক্সি-হিমোগ্লোবিন
ঘ) কার্বক্সি হিমোগ্লোবিন
সঠিক উত্তর: (গ)
১০৬. হরমোনের ক্ষেত্রে প্রযোজ্য-
i. নালিহীন গ্রন্থি নিঃসৃত
ii. রক্তের মাধ্রমে পরিবাহিত
iii. নালিযুক্ত গ্রন্থি নিঃসৃত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১০৭. কোয়ান্টোসোম কোথায় পাওয়া যায়?
ক) ফুলে
খ) মূলে
গ) কান্ডে
ঘ) ক্লোরোপ্লাস্টে
সঠিক উত্তর: (ঘ)
১০৮. শ্বসনের কোন ধাপে সর্বাধিক শক্তি উৎপন্ন হয়?
ক) গ্লাইকোলাইসিস
খ) ক্রেবস চক্র
গ) এসিটাইল কো-এ সৃষ্টি
ঘ) ইলেক্ট্রন প্রবাহ
সঠিক উত্তর: (খ)
১০৯. কোনটি রেচন তন্ত্রের অন্তর্ভূক্ত নয়?
ক) বৃক
খ) মূত্রনালী
গ) রেক্টাম
ঘ) মূত্রথলি
সঠিক উত্তর: (গ)
১১০. হৃদপেশির বৈশিষ্ট্য
i. Intercalated disk থাকে
ii. শাখান্বিত নয়
iii. সংকোচন-প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১১১. ফ্লোয়েম ফাইবার এর অপর নাম কী?
ক) সার্ফেস ফাইবার
খ) ফাইবার
গ) বাস্ট ফাইবার
ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (গ)
১১২. যোন জনন ও জনুক্রম দেখা যায় এমন জীবে কোন ধরনের কোষ উৎপন্ন হয়?
ক) দেহ কোষ
খ) জনন কোষ
গ) আদি কোষ
ঘ) প্রকৃত কোষ
সঠিক উত্তর: (খ)
১১৩. আমিষ সংশ্লেষ করে কোষের কোন অঙ্গাণু?
ক) লাইসোজোম
খ) রাইবোজোম
গ) সেন্ট্রোজোম
ঘ) ক্রোমোজোম
সঠিক উত্তর: (খ)
১১৪. এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোষের কোন অঙ্গাণুর সাথে যুক্ত থাকে?
ক) কোষ প্রাচীর
খ) কোষঝিল্লি
গ) রাইবোজোম
ঘ) মাইটোকন্ড্রিয়া
সঠিক উত্তর: (খ)
১১৫. কোষ রস উর্ধ্বারোহণের জন্য সরু পথ কোনটি?
ক) ট্রাকিড
খ) সিভনল
গ) সঙ্গীকোষ
ঘ) ভেসেল
সঠিক উত্তর: (ঘ)
১১৬. কোনটি পাতার পানি ও খনিজ লবণ পরিবহন করে?
ক) সরল টিস্যু
খ) জাইলেম
গ) ভাজক টিস্যু
ঘ) ফ্লোয়েম
সঠিক উত্তর: (খ)
১১৭. দানের ক্ষেত্রে সর্বকালের বিত্তশালী লোকের জন্য আদর্শ কে?
ক) হযরত উমর (রা)
খ) হযরত আলি (রা)
গ) হযরত উসমান (রা)
ঘ) হযরত বিল্লাল (রা)
সঠিক উত্তর: (গ)
১১৮. কোষের মৃত বা জড়বস্তু দ্বারা সৃষ্ট আবরণটি-
i. সেলুলোজ, হেমিসেলুলোজ ধারণ করে
ii. লিগনিন, প্রোটিন ধারণ করে
iii. প্রাণিকোষের ক্ষেত্রে দেখা যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১১৯. শ্বসনের প্রধান ধাপ কোনটি?
ক) গ্লাইকোলাইসিস
খ) ক্রেবস চক্র
গ) এসিটাইল কো-এ সৃষ্টি
ঘ) ইলেক্ট্রন প্রবাহ
সঠিক উত্তর: (খ)
১২০. উদ্ভিদকোষের প্রাচীরটি
i. খাদ্য তৈরি করে
ii. কোষকে দৃঢ়তা প্রদান করে
iii. কোষকে বাইরের আঘাত থেকে রক্ষা করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১২১. কোষকে বাইরের আঘাত থেকে রক্ষা করে-
ক) নিউক্লিয়াস
খ) কোষঝিল্লি
গ) কোষপ্রাচীর
ঘ) রাইবোসোম
সঠিক উত্তর: (গ)
১২২. নিম্নলিখিত পদার্থ দ্বারা নিউক্লিওলাস গঠিত হয়-
i. RNA
ii. DNA
iii. প্রোটিন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১২৩. কূপযুক্ত প্রাচীর রয়েছে কোন কোষের?
ক) ফাইবার
খ) স্ক্লেরাইড
গ) প্যারেনকাইমা
ঘ) কোলেনকাইমা
সঠিক উত্তর: (ক)
১২৪. গৌণ বৃদ্ধি ঘটে কোন টিস্যু সৃষ্টি হলে?
ক) প্রাথমিক জাইলেম
খ) গৌণ জাইলেম
গ) প্রোটোজাইলেম
ঘ) মেটাজাইালেম
সঠিক উত্তর: (খ)
১২৫. কোষের প্রকৃতির উপর ভিত্তি করে সরল টিস্যু কয়ভাগে বিভক্ত?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
সঠিক উত্তর: (খ)
১২৬. পরপর দুটো নিউরন যে স্নায়ুসন্ধি গঠন করে তাকে কী বলে?
ক) জযেন্ট
খ) সিনাপস
গ) পোল
ঘ) ক্লিভেজ
সঠিক উত্তর: (খ)
১২৭. নিউক্লিয়ার ঝিল্লীর ক্ষেত্রে-
i. দ্বিস্তরবিশিষ্ট
ii. রন্ধ্র বিদ্যমান
iii. বিভিন্ন বস্তুর চলাচল নিয়ন্ত্রণকারী
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১২৮. পাতায় প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদ দেহের বিভিন্ন স্থানে পরিবহন করে কোন টিস্যু?
ক) জাইলেম টিস্যু
খ) ফ্লোয়েম টিস্যু
গ) পরিবহন টিস্যু
ঘ) জটিল টিস্যু
সঠিক উত্তর: (খ)
১২৯. ক্রেবস চক্র কোথায় ঘটে?
ক) নিউক্লিয়াসে
খ) মাইটোকন্ড্রিয়ায়
গ) ক্লোরোপ্লাস্টে
ঘ) গলজি বস্তুতে
সঠিক উত্তর: (খ)
১৩০. তুমি কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রকৃত কোষ শনাক্ত করবে?
ক) সগঠিত নিউক্লিয়াসের ভিত্তিতে
খ) সাইটোপ্লা্জমে বিভিন্ন অঙ্গাণুর অনুপস্থিতির ভিত্তিতে
গ) DNA অণুর আকৃতি বৃত্তাকার দেখে
ঘ) একটি মাত্র DNA অণুর একিট ক্রোমোজোমের প্রতিনিধিত্ব দেখে
সঠিক উত্তর: (ক)
১৩১. কোন টিস্যু পরিবর্তিত হয়ে গ্রন্থি টিস্যুতে পরিনত হয়?
ক) আবরণী
খ) পেশি
গ) সংযোজন
ঘ) স্নায়ু
সঠিক উত্তর: (ক)
১৩২. ক্রোমোজোমের রঙগ্রাহী অংশের সাথে কোনটি লাগানো থাকে?
ক) কেন্দ্রিকা
খ) কেন্দ্রিকাণু
গ) কেন্দ্রীয় অণু
ঘ) কেন্দ্রের অণু
সঠিক উত্তর: (খ)
১৩৩. নিচের কোনটি স্নায়ুতন্ত্রের অঙ্গ?
ক) গলবিল
খ) ব্রঙ্কাস
গ) মস্তিষ্ক
ঘ) ইলিয়াম
সঠিক উত্তর: (গ)
১৩৪. স্কেলেটাল কানেকটিভ টিস্যুর কাজ-
ক) দৈহিক বৃদ্ধি সাধন করা
খ) রোগ প্রতিরোধে ভূমিকা রাখা
গ) নতুন কোস সৃষ্টি করা
ঘ) রক্ত কণিকা উৎপাদন করা
সঠিক উত্তর: (ঘ)
১৩৫. কেন্দ্রিকা ঝিল্লির অভ্যন্তরে জেলির ন্যায় বস্তুকে কী বলে?
ক) নিউক্লিওপ্লাজম
খ) প্রোটোপ্লাজম
গ) সাইটোপ্লাজম
ঘ) রাইবোজোম
সঠিক উত্তর: (ক)
১৩৬. তাবুক যুদ্ধে কত জন সৈন্যের ব্যয়ভার হযরত উসমান (রা) একাই বহন করেন?
ক) ১০,০০০ সৈন্যের
খ) ১২,০০০ সৈন্যের
গ) ১৫,০০০ সৈন্যের
ঘ) ৩০,০০০ সৈন্যের
সঠিক উত্তর: (ক)
১৩৭. স্ক্লেরাইড এর গৌণ প্রাচীর
i. খুব শক্ত
ii. লিগনিন যুক্ত
iii. পাতলা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৩৮. প্রাণীদের অন্ত্রের অন্তঃপ্রাচীরের কোষগুলোতে কোন ধরনের টিস্যু দেখা যায়?
ক) স্কোয়ামাস আবরণী টিস্যু
খ) কিউবয়ডাল আবরণী টিস্যু
গ) কলামনার আবরণী টিস্যু
ঘ) স্ট্রাটিফাইড আবরণী টিস্যু
সঠিক উত্তর: (গ)
১৩৯. ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর গঠনকারী রাসায়নিক উপদান কোনগুলো?
ক) প্রোটিন ও লিপিড
খ) লিপিড ও শর্করা
গ) প্রোটিন ও কাইটিন
ঘ) সেলুলোজ ও লিগনিন
সঠিক উত্তর: (ক)
১৪০. রক্তরসের ভেতর থাকে-
i. প্রোটিন
ii. জৈব পদার্থ
iii. বর্জ্য পদার্থ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৪১. হৃদপেশির বৈশিষ্ট্য কোনটি?
ক) কোষগুলো মাকু আকৃতির
খ) সংকোচন ক্ষমতা মন্থর
গ) ইন্টাক্যালেটেড ডিক্স বিদ্যমান
ঘ) আড়াআড়ি রেখাবিহীন
সঠিক উত্তর: (গ)
১৪২. কোনটি পরিপাকতন্ত্রের কাজ?
ক) প্রজাতির ধারাকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা
খ) দেহে উপজাত দ্রব্য হিসেবে বর্জ্য পদার্থ তৈরি করা
গ) দেহের বাহিরের ও ভেতরের উদ্দীপনা গ্রহণ করা
ঘ) খাদ্যগ্রহণ, পরিপাক শোষন এবং অপ্রাচ্য খাদ্য নিষ্কাশন করা
সঠিক উত্তর: (ঘ)
১৪৩. কলামনার আবরণী টিস্যুর আকৃতি কেমন?
ক) স্তম্ভাকৃতি
খ) আঁইশাকার
গ) ঘনাকার
ঘ) বেলনাকার
সঠিক উত্তর: (ক)
১৪৪. ক্রিস্টির গায়ে কোনটি থাকে?
ক) রাইবোজোম
খ) লাইসোজোম
গ) অক্সিজেন
ঘ) পার অক্সিজোম
সঠিক উত্তর: (গ)
১৪৫. হাইড্রার এন্ডোডার্মের আবরণী টিস্যুগুলো কী ধরনের?
ক) সিলিয়াযুক্ত
খ) ফ্লাজেলাযুক্ত
গ) ক্ষণপদ বিহীন
ঘ) জনন কোষের
সঠিক উত্তর: (খ)
১৪৬. প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজনে প্রয়োজনীয় এনজাইম সরবরাহ করে কোনটি?
ক) রাইবোজোম
খ) লাইসোজোম
গ) প্লাস্টিড
ঘ) মাইটোকন্ড্রিয়া
সঠিক উত্তর: (ক)
১৪৭. কোষঝিল্লি কোন প্রক্রিয়ার মাধ্যমে পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে?
ক) ব্যাপন
খ) শ্বসন
গ) অভিস্রবণ
ঘ) শোষণ
সঠিক উত্তর: (গ)
১৪৮. বংশগতির বৈশিষ্ট্য নিহিত কোন কোষ অঙ্গাণুটিতে?
ক) নিউক্লিয়াসে
খ) লাইসোজোমে
গ) সেন্ট্রিওলে
ঘ) রাইবোজোমে
সঠিক উত্তর: (ক)
১৪৯. উদ্ভিদের বিভিন্ন অঙ্গে পানি ও খনিজ পরিবহন করে কোন টিস্যু?
ক) অ্যারেনকাইমা
খ) প্যারেনকাইমা
গ) স্ক্লেরেনকাইমা
ঘ) কোলেনকাইমা
সঠিক উত্তর: (গ)
১৫০. কোনটি বাস্ট ফাইবার?
ক) পাটের আঁশ
খ) ধারেন আঁশ
গ) গশের আঁশ
ঘ) বাশের আঁশ
সঠিক উত্তর: (ক)
0 comments :