২৯ মার্চ, ২০১৮

এসএসসি পরীক্ষার্থিদের জন্য পদার্থ বিজ্ঞান নৈর্ব্যত্তিক -১.২

Eqra Coaching     মার্চ ২৯, ২০১৮     No comments

এসএসসি পরীক্ষার্থিদের জন্য পদার্থ বিজ্ঞান নৈর্ব্যত্তিক -১.২
অধ্যায় - : (ভৌত রাশি  পরিমাপ)
সর্বমোট প্রশ্ন সংখ্যা ৩৪৭ 
২য় পর্ব (প্রশ্ন ৫১-১০০)

১ম পড়ার জন্য এখানে ক্লিক করুন-


এসএসসি পরীক্ষার্থিদের জন্য পদার্থ বিজ্ঞান নৈর্ব্যত্তিক -১.২
৫১আরশী কাচ নিয়ে পরীক্ষা উত্তল লেন্সের আধুনিক তত্ত্বের কাছাকাছি নিয়ে আসে কোন বিজ্ঞানীকে?
আল হাজেন
আল মাসুদী
টলেমি
ইবনে আল হাইথাম
সঠিক উত্তর: ()
৫২স্ক্রু গজের টুপি T একবার ঘুরালে এর যতটুকু সরণ ঘটে এবং রৈখিক স্কেল বরাবর যে দৈর্ঘ্য অতিক্রম করে তাকে কি বলা হয়?
পিচ
লঘিষ্ট গণন
শূন্য ত্রুটি
পিছট ত্রুটি
সঠিক উত্তর: ()
৫৩অটোহান  স্ট্রেসম্যান কত সালে দেখান নিউক্লিয়াস ফিশনযোগ্য?
১৯০০
১৯৩৮
১৮৮৮
১৯৫৫
সঠিক উত্তর: ()
৫৪রাশির মাত্রা নির্দেশ করতে ব্যবহার করা হয় –
রেখা বন্ধনী
প্রথম বন্ধনী
দ্বিতীয় বন্ধনী
তৃতীয় বন্ধনী
সঠিক উত্তর: ()
৫৫হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন স্তরের ধারণা প্রদান করেন কে?
জন ডাল্টন
আর্নেস্ট রাদারফোর্ড
বেকরেল
নীলস বোর
সঠিক উত্তর: ()
৫৬নিউক্লিয়াস কী দ্বারা গঠিত?
ইলেকট্রন  প্রোটন
ইলেকট্রন  নিউটন
প্রোটন  বোসন
প্রোটন  নিউট্রন
সঠিক উত্তর: ()
৫৭১৯০০ সালে ম্যাক্সপ্লাঙ্ক কোন তত্ত্ব আবিষ্কার করেন?
তড়িৎ চৌম্বক তরঙ্গ তত্ত্ব
তেজস্ক্রিয়তা
আপেক্ষিক তত্ত্ব
কোয়ান্টাম তত্ত্ব
সঠিক উত্তর: ()
৫৮যে সমীকরণের সাহায্যে কোনো রাশির মাত্রা প্রকাশ করা হয়ে থাকে তাকে মাত্রা সমীকরণ বলে। এই মাত্রা সমীকরণের –
i. প্রতিটি পদ একই জাতীয় রাশিকে নির্দেশ করবে
ii. প্রতিটি পদের মাত্রা একই হতে হবে
iii. ডান দিকের রাশিগুলোর মাত্রায় কিছুটা পার্থক্য থাকতে পারে
নিচের কোনটি সঠিক?
) i  ii
) ii  iii
) i  iii
) i, ii  iii
সঠিক উত্তর: ()
৫৯বায়ুকলের উল্লেখ পাওয়া যায় কোন বইয়ে?
জেনেরা স্পানটারাম
প্রকৃতির ইতিহাস
আল জিবর ওয়াল মুকাবিলা
অরিজিন অব স্পিস
সঠিক উত্তর: ()
৬০. 1 হেক্টো 1 ন্যানোর কত গুণ?
) 106
) 109
) 1011
) 1015
সঠিক উত্তর: ()
৬১ভার্নিয়ার সমপাতনকে কী দ্বারা প্রকাশ করা হয়?
) M
) L
) V
) VC
সঠিক উত্তর: ()
৬২কোনটি বলের মাত্রা সমীকরণ?
) [ML2T-2]
) [ML2T-3]
) [MLT-1]
) [MLT-2]
সঠিক উত্তর: ()
৬৩দৈব ত্রুটির প্রত্যাশিত মান কত?
) 0
) 1/2
) 12
) -1
সঠিক উত্তর: ()
৬৪স্থানের জ্যামিতিক ধারণা প্রথম উপস্থাপন করেন কে?
পিথাগোরাস
ইউক্লিড
টলেমি
গ্যালিলিও
সঠিক উত্তর: ()
৬৫বায়ুপাম্প আবিষ্কার করেন কে?
ভন গুয়েরিক
রোমার
গিলবার্ট
থেলিস
সঠিক উত্তর: ()
৬৬চন্দ্রশেখর রমন কত সালে মারা যান?
১৯৯৬
১৯৭০
১৯৩৩
১৯৩২
সঠিক উত্তর: ()
৬৭নিচের বাক্যগুলো লক্ষ কর:
i. তেজস্ক্রিয় আইসোটোপ বিভিন্ন চিকিৎসায় ব্যবহৃত হয়
ii. ইলেকট্রনিক্স আমাদের জীবনপ্রণালি বদলে দিয়েছে
iii. কম্পিউটার মানুষের ক্ষমতাকে বাড়িয়ে দিয়েছে
নিচের কোনটি সঠিক?
) i  ii
) ii  iii
) i  iii
) i, ii  iii
সঠিক উত্তর: ()
৬৮নিচের বিবরণগুলো লক্ষ করো –
i. তড়িৎ তীব্রতা একক NC-1 মাত্রা সমীকরণ [MLT-3I-1]
ii. তাপধারণ ক্ষমতা একক JK-1 মাত্রা সমীকরণ [ML2T-2q-1]
iii. আপেক্ষিক রোধ একক m মাত্রা সমীকরণ [ML-3T3T-2]
নিচের কোনটি সঠিক?
) i  ii
) ii  iii
) i  iii
) i, ii  iii
সঠিক উত্তর: ()
৬৯অধিকতর সূক্ষ্ম পরিমাপের জন্য কোন মাপযন্ত্র প্রয়োজন?
মিটার স্কেল
ভার্নিয়ার স্কেল
স্লাইড ক্যালিপার্স
স্ক্রুগজ
সঠিক উত্তর: ()
৭০গাণিতিক তত্ত্ব নির্মাণ  পরীক্ষার মাধ্যমে তত্ত্বের সত্যতা যাচাই  বৈজ্ঞানিক ধারার পূর্ণতা দান করেন কে?
গ্যালিলিও
নিউটন
রজার বেকন
অ্যারিস্টটল
সঠিক উত্তর: ()
৭১গনিতের নতুন শাখা ক্যালকুলাস কে আবিষ্কার করেন?
নিউটন
গ্যালিলিও
আর্কিমিডিস
পীথাগোরাস
সঠিক উত্তর: ()
৭২ব্যবহারের সুবিধার জন্য অনেক সময় এককের গুণিতক  উপগুণিতক ব্যবহৃত হয় যেমন –
i. 1 মিলিমিটার = 103 মিটার
ii. 1 মিলিমিটার = 10-3 মিটার
iii. 1 মাইক্রো অ্যাম্পিয়ার = 10-6 অ্যাম্পিয়ার
নিচের কোনটি সঠিক?
) i  ii
) ii  iii
) i  iii
) i, ii  iii
সঠিক উত্তর: ()
৭৩বেগের একক একটি লব্ধ একক কারণ –
i. বেগের একক দুটি মৌলিক একক দিয়ে গঠিত
ii. বেগের মান আছে দিক নাই
iii. বেগের একক ms-1
নিচের কোনটি সঠিক?
) i  ii
) ii
) i  iii
) ii  iii
সঠিক উত্তর: ()
৭৪পদার্থবিজ্ঞানকে বিজ্ঞানের কী বলা হয়?
সোনার কাঠি
রূপার কাঠি
চাবিকাঠি
হীরককাঠি
সঠিক উত্তর: ()
৭৫ভার্নিয়ার ধ্রুবককে নিচের কোন সংকেত দ্বারা প্রকাশ করা হয়?
) L
) VC
) V
) M
সঠিক উত্তর: ()
৭৬বর্তমান তড়িৎ শক্তি সংকট মোকাবেলায় বিশ্বব্যাপী অনেক কৌশল অবলম্বন করা হচ্ছেতার মধ্যে আল-বিরুনী আবিষ্কৃত একটি পদ্ধতিও অন্তর্ভুক্ত রয়েছে। পদ্ধতিটি হলো –
পরমাণু বিভাজন পদ্ধতি
উইন্ডমিল পদ্ধতি
সৌর শক্তি সংরক্ষণ পদ্ধতি
পানি-বিদ্যুৎ পদ্ধতি
সঠিক উত্তর: ()
৭৭কোনটি মৌলিক একক নয়?
মোল
কেলভিন
লাক্স
কিলোগ্রাম
সঠিক উত্তর: ()
৭৮নিউটনীয় স্থান কালের ধারণায় মহাবিশ্ব গঠিত –
i. ত্রিমাত্রিক স্থান
ii. দ্বিমাত্রিক সময়
iii. একমাত্রিক সময়
নিচের কোনটি সঠিক?
) i  ii
) ii  iii
) i  iii
) i, ii  iii
সঠিক উত্তর: ()
৭৯আলোক তত্ত্বের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখেন –
i. আল মাসুদী
ii. আল হাজেন
iii. ইবনে আল হাইথাম
নিচের কোনটি সঠিক?
) i  ii
) ii  iii
) i  iii
) i, ii  iii
সঠিক উত্তর: ()
৮০লিভারের নীতি আবিষ্কার করেন কে?
নিউটন
গ্যালিলিও
আর্কিমিডিস
অ্যারিস্টটল
সঠিক উত্তর: ()
৮১সরণগতিত্বরণসময় ইত্যাদির মধ্যে সম্পর্ক স্থাপন করেন কে?
নিউটন
গ্যালিলিও
পিথাগোরাস
মাহবীর
সঠিক উত্তর: ()
৮২স্ক্রু গজের অপর নাম কী?
ভার্নিয়ার মিটার
মাইক্রোমিটার স্ক্রু গজ
মাইক্রোক্যালিপার্স
ভার্নিয়ার ক্যালিপার্স
সঠিক উত্তর: ()
৮৩আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির সূচনা ঘটে কোন বিজ্ঞানীর হাতে?
নিউটন
রজার বেকন
আইনস্টাইন
গ্যালিলিও
সঠিক উত্তর: ()
৮৪পদার্থবিজ্ঞানের মূল ভিত্তি কোন নীতিকে বলা হয়?
শক্তির সংরক্ষণশীলতা নীতি
বল বৃদ্ধিকরণ নীতি
লিভারের নীতি
উপরের সবগুলো
সঠিক উত্তর: ()
৮৫প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগের ভগ্নাংশের নির্ভুল পরিমাপের জন্য মূল স্কেলের পাশে যে ছোট স্কেল ব্যবহার করা হয় তাকে কী বলে?
মিটার স্কেল
ভার্নিয়ার স্কেল
ভার্নিয়ার ক্যালিপার্স
স্ক্রু গজ
সঠিক উত্তর: ()
৮৬দীপন ক্ষমতার একক কোনটি?
কেলভিন
অ্যাম্পিয়ার
ক্যান্ডেলা
মোল
সঠিক উত্তর: ()
৮৭পিয়েরে ভার্নিয়ার পেশায় ছিলেন –
চিকিৎসক
গণিতবিদ
পদার্থবিদ্যা
প্রাণিবিজ্ঞানী
সঠিক উত্তর: ()
৮৮মার্কনী কত সালে তড়িৎ চৌম্বক তরঙ্গ ব্যবহার করে অধিক দূরত্বে মোর্সকোডে সংকেত পাঠান?
১৮৯৬
১৮৮৮
১৮৬৪
১৮৭৪
সঠিক উত্তর: ()
৮৯কোন শতাব্দীতে মহাশূন্য অভিযান চালানো হয়?
ঊনবিংশ
বিংশ
একবিংশ
অষ্টাদশ
সঠিক উত্তর: ()
৯০পদার্থের স্থিতিস্থাপক ধর্মের অনুসন্ধান করেন কে?
হাইগেন
রবার্ট হুক
রবার্ট বয়েল
রোমার
সঠিক উত্তর: ()
৯১ভার্নিয়ার স্কেল কে আবিষ্কার করেন?
পিয়েরে দ্য কুবার্ত
জেমস ভার্নিয়ার
পিয়েরে ভার্নিয়ার
লিও ভার্নিয়ার
সঠিক উত্তর: ()
৯২যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরের মাধ্যমে তৈরি হয়েছে –
i. তড়িৎ মোটর
ii. জেনারেটর
iii. ট্রান্সফর্মার
নিচের কোনটি সঠিক?
) i  ii
) ii  iii
) i  iii
) i, ii  iii
সঠিক উত্তর: ()
৯৩. 10 nano sec সমান –
i. 10-2 ms
ii. 10-2 ms
iii. 10-8 s
নিচের কোনটি সঠিক?
) i  ii
) ii  iii
) i  iii
) i, ii  iii
সঠিক উত্তর: ()
৯৪নিচের বিবরণগুলো লক্ষ করো:
i. যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে
ii. মৌলিক রাশিবলকাজতাপ
iii. লব্ধ রাশিবেগত্বরণবিভব
নিচের কোনটি সঠিক?
) i  ii
) ii  iii
) i  iii
) i, ii  iii
সঠিক উত্তর: ()
৯৫দৈর্ঘ্যের একক নির্ধারণে কার ভূমিকা রয়েছে?
পানির
লোহার
আলোর
তাপমাত্রার
সঠিক উত্তর: ()
৯৬দৈর্ঘ্যের মাত্রাকে কী দিয়ে প্রকাশ করা হয়?
) M
) T
) L
) F
সঠিক উত্তর: ()
৯৭নিচের কোন লেখার ক্ষেত্রে সংখ্যার পর ফাঁক দিতে হয় না?
মিটার
কেজি
ক্ষেত্রফল
মিনিট
সঠিক উত্তর: ()
৯৮ত্রয়োদশ শতাব্দীর পূর্বে পশ্চিম ইউরোপীয়রা কাদের জ্ঞানের ধারা গ্রহণ করেছিল?
মুসলিম  এশীয়
এশীয়  বাইজানটাইন
এশীয়  আফ্রিকান
মুসলিম  বাইজানটাইন
সঠিক উত্তর: ()
৯৯দুই প্রান্তে দুটি সমান্তরাল বাহুবিশিষ্ট U আকৃতির ফ্রেম পাওয়া যায় কোনটিতে?
মিটার স্কেল
স্ক্রু গজ
ভার্নিয়ার স্কেল
ভার্নিয়ার সমপাতন
সঠিক উত্তর: ()
১০০আমাদের চারপাশে যা আছে সবই –
স্থান
সময়
বস্তু
পাত্র
সঠিক উত্তর: ()

, , , , ,

0 comments :

পোষ্টের ধরন

আমাদের ফ্যান পেজ লাইক করুন

ইসলামিক রিসার্চ সমৃদ্ধ ফ্যান পেজ

বর্তমান পরিদর্শকের মোট সংখ্যা

205655

Subscribe to Newsletter

We'll never share your Email address.
© 2018 Eqra Coaching. Eqra Designed by Bloggertheme9. Powered by Eqra.

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *