এসএসসি পরীক্ষার্থীদের জন্য জীব বিজ্ঞান নৈর্ব্যত্তিক -২.২
২য় অধ্যায় (জীব কোষ ও টিস্যু)
২য় পর্ব (প্রশ্ন ৫১-১০০)
সর্বমোট প্রশ্ন সংখ্যা ৩৪৪
১ম পর্ব পড়ার জন্য এখানে ক্লিক করুন-
৫১. জাইলেম ও ফ্লোয়েম একত্রে কোন টিস্যুতন্ত্র গঠন করে?
ক) ভিত্তি টিস্যুতন্ত্র
খ) ত্বকীয় টিস্যুতন্ত্র
গ) পরিবহন টিস্যুতন্ত্র
ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (গ)
৫২. ভিত্তি পর্দার উপর একাধিক স্তরে সজ্জিত থাকে কোন আবরণী টিস্যু?
ক) সাধারণ আবরণী টিস্যু
খ) স্টাটিফাইড আবরণী টিস্যু
গ) মিউডোস্টাটিফাইড আবরণী টিস্যু
ঘ) কোনটি নয়
সঠিক উত্তর: (খ)
৫৩. ফুলের বর্ণ সবাইকে আকৃষ্ট করে। নানা বর্ণের ফুলগুলো সত্যিই সুন্দর। ফুল বর্ণময় ও সুন্দর করে কোনটি?
ক) লিউকোপ্লাস্ট
খ) ক্রোমোপ্লাস্ট
গ) ক্লোরোপ্লাস্ট
ঘ) ক্রোমাটোপ্লাস্ট
সঠিক উত্তর: (খ)
৫৪. বিশেষ ধরনের প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত টিস্যু নিচের কোনটি?
ক) প্যারেনকাইমা
খ) কোলেনকাইমা
গ) স্ক্লেরেনকাইমা
ঘ) স্ক্লেরাইড
সঠিক উত্তর: (খ)
৫৫. কেন্দ্রিকা ও সাইটোপ্লাজমের মাঝে কিছু বস্তুর চলাচল ঘটে কোনটির মাধ্যমে?
ক) নিউক্লিয়ার প্রাচীর
খ) নিউক্লিয়ার ছিদ্র
গ) নিউক্লিয়ার রন্ধ্র
ঘ) নিউক্লিয়ার ঝিল্লি
সঠিক উত্তর: (গ)
৫৬. ক্লোমোপ্লাস্ট কীভাবে পরাগায়নে সাহায্য করে?
ক) শক্তি উৎপন্ন করে
খ) খাদ্য তৈরি করে
গ) ফুলকে আকর্ষণীয় করে
ঘ) খাদ্য সঞ্চয় করে
সঠিক উত্তর: (গ)
৫৭. ব্যাকটেরিয়ায় কোষপ্রাচীর কী দ্বারা তৈরি?
ক) প্রোটিন ও কাইটিন
খ) লিগনিন ও পেকটিন
গ) প্রোটিন ও লিপিড
ঘ) সেলুলোজ ও কাইটিন
সঠিক উত্তর: (গ)
৫৮. সেন্ট্রোসোমের কাজ হলো-
i. অ-প্রোটিন জাতীয় পদার্থের সংশ্লেষণ
ii. কোষ বিভাজনে সাহায্য
iii. স্পিন্ডল যন্ত্রের মেরু নির্দেশ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৫৯. জলি হঠাৎ চিৎকার করে নড়ে উঠল কারণ তার হাতে কেটে রক্ত বের হচ্ছে। জলির চিৎকার করার জন্য প্রধানত কোন কলা দায়ী?
ক) পেশি কলা
খ) স্নায়ু কলা
গ) যোজক কলা
ঘ) আবরণী কলা
সঠিক উত্তর: (খ)
৬০. রক্তের কোন কোন উপাদানে বিভিন্ন ধরনের প্রোটিন ও বর্জ্য পদার্থ থাকে?
ক) রক্তরস
খ) লোহিত কণিকা
গ) শ্বেতকণিকা
ঘ) অণুচক্রিকা
সঠিক উত্তর: (ক)
৬১. “মাছের আঁশের মত চ্যাপ্টা ও নিউক্লিয়াস বড় আকারে”- এরূপ বৈশিষ্ট্যের কোষ কোন ধরনের টিস্যুতে দেখা যায়?
ক) স্কোয়ামাস আবরণী টিস্যু
খ) কিউবয়ডাল আবরণী টিস্যু
গ) কলামনার আবরণী টিস্যু
ঘ) স্ট্রাটিফাইড আবরণী টিস্যু
সঠিক উত্তর: (ক)
৬২. এপিথেলিয়াল টিস্যুতে মাতৃকা-
ক) বেশি
খ) কম
গ) নেই
ঘ) অত্যন্ত বেশি
সঠিক উত্তর: (গ)
৬৩. Oxisome এর আকৃতি কেমন?
ক) বৃত্তাকার
খ) গোলাকার
গ) উপবৃত্তাকার
ঘ) দ্বিউত্তল
সঠিক উত্তর: (খ)
৬৪. পানি ও খনিজ লবণ পরিবহন প্রধান কাজ হলো নিম্নোক্ত টিস্যুর-
i. কোলেনকাইমা
ii. স্লেরেনকাইমা
iii. জাইলেম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৬৫. দ্বিতীয় যোজক করা সাহায্য করে-
i. দেহের নির্দিষ্ট আকৃতি ও দৃঢ়তা প্রদানে
ii. দেহের নরম ও নাজুক অঙ্গসমূহ রক্ষায়
iii. রক্তকণিকা উৎপাদনে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৬৬. একই কাজ সম্পাদনকারী একই ভ্রুণীয় কোষ থেকে উৎপন্ন কোষগুলো নিয়ে আলোচনা করে কোনটি?
ক) হিস্টোলজি
খ) সাইটোলজি
গ) জেনেটিক্স
ঘ) মরফোলজি
সঠিক উত্তর: (ক)
৬৭. শ্বাস-প্রশ্বাসে জড়িত তন্ত্রে থাকে-
i. ফুসফুস,
ii. ল্যারিংস, ট্রাকিয়া
iii. অগ্ন্যাশয়, ইলিয়াম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৬৮. কোন পেশির গঠন ঐচ্ছিক পেশির মতো?
ক) হৃদপেশি
খ) মুখ মন্ডলের পেশি
গ) পৌস্টিক নালির পেশি
ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (ক)
৬৯. নিউক্লিয়াসের সংগঠনের ভিত্তিতে কোষ কত প্রকার?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)
৭০. কোনটি জীবাণু ধ্বংস করে দেহের প্রকৃতিগত ও আত্মরক্ষায় অংশ নেয়?
ক) লোহিত রক্তকণিকা
খ) শ্বেত রক্তকিণিকা
গ) অণুচিক্রিকা
ঘ) লোসিকা
সঠিক উত্তর: (খ)
৭১. একটি আদর্শ নিউরনের কয়টি অংশ?
ক) দুইটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (খ)
৭২. ভিন্নতা ও বৈচিত্রতা বিশিষ্ট্য কোষ দ্বারা গঠিত জীব কোনটি?
ক) একসোষী জীব
খ) বহুকোষী জীব
গ) আদিকোষী জীব
ঘ) প্রকৃতকোষী জীব
সঠিক উত্তর: (খ)
৭৩. অসবুজ রঙিন প্লাস্টিডের কারণে-
i. রঙিন ফুল হয়
ii. রঙিন পাতা হয়
iii. পরাগায়নে পতঙ্গ আকৃষ্ট হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭৪. ট্রাকিড হলো-
i. জাইলেম টিস্যুর একটি কোষ
ii. এটি লম্বা
iii. এর প্রান্তদ্বয় সরু ও সুচালো
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭৫. প্রাণীর ইচ্ছানুযায়ী সংকুচিত ও প্রাসারিত হয় কোন পেশি?
ক) ঐচ্ছিক পেশি
খ) অনৈতিক পেশি
গ) হৃদপেশি
ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ক)
৭৬. আবরণী কলা বিভিন্নভাবে রূপান্তরিত হয় যেমন-
i. শ্বসন নালীর আবরণী কলা রূপান্তরিত হয়ে সিলিয়ায় পরিণত হয়
ii. হাইড্রার এন্ডোডার্ম ফ্ল্যাজেলা ও ক্ষণপদযুক্ত আবরণী কলা থাকে
iii. গ্রন্থি আবরণী কলা থেকে শুক্রাণু ও ডিম্বাণু তৈরি হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৭৭. ত্বকতন্ত্র দেহকে রক্ষা করে-
i. জীবাণুর আক্রমণ রোধের
ii. দেহকে আচ্ছাদন দিয়ে
iii. বাইরের আঘাত হতে রক্ষা করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭৮. উদ্ভিদদেহকে বর্ণময় করে-
i. ক্লোরোপ্লাস্ট
ii. ক্রোমোপ্লাস্ট
iii. লিউকোপ্লাস্ট
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৭৯. অত্যন্ত দীর্ঘ কোষ কোনটি?
ক) প্যারেনকাইমা
খ) কোলেনকাইমা
গ) ফাইবার
ঘ) স্ক্লেরেনকাইমা
সঠিক উত্তর: (গ)
৮০. টিস্যু নিয়ে আলোচনাকে কী বলে?
ক) টিস্যুতত্ত্ব
খ) টিস্যু কালচার
গ) টিস্যু প্রযু্ক্তি
ঘ) টিস্যুশাস্ত্র
সঠিক উত্তর: (ক)
৮১. কোষ প্রাচীরের কাজ হলো-
i. কোষের প্রতিরক্ষা ও খাদ্য সঞ্চয়
ii. কোষকে দৃঢ়তা প্রদান
iii. কোষের আকার-আকৃতি বজায় রাখা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৮২. টিস্যু নিয়ে আলোচনা করা হয় কোন শাখায়?
ক) Cytology
খ) Histology
গ) Anatomy
ঘ) Morphology
সঠিক উত্তর: (খ)
৮৩. দেহের আকার গঠন ও অস্থি বৃদ্ধি করে কোন কোষ?
ক) রক্তকোষ
খ) পেশিকোষ
গ) স্নায়ুকোষ
ঘ) অস্থিকোষ
সঠিক উত্তর: (ঘ)
৮৪. ফ্লোয়েম ফাইবার গঠিত হয়-
ক) প্যারেনকাইমা কোষের সমন্বয়ে
খ) স্ক্লেরেনকাইমা কোষের সমন্বয়ে
গ) কোলেনকাইমা কোষের সমন্বয়ে
ঘ) অ্যারেনকাইমা কোষের সমন্বয়ে
সঠিক উত্তর: (খ)
৮৫. জাইলেম ফাইবার কী কোষ দিয়ে গঠিত?
ক) প্যারেনকাইমা
খ) কোলেনকাইমা
গ) স্ক্লেরেনকাইমা
ঘ) ক্লোরেনকাইমা
সঠিক উত্তর: (গ)
৮৬. খাদ্যের কাঁচামাল পানি সরবরাহ করে কোন টিস্যু?
ক) জটিল টিস্যু
খ) জাইলেম টিস্যু
গ) ফ্লোয়েম টিস্যু
ঘ) পরিবহন টিস্যু
সঠিক উত্তর: (খ)
৮৭. রঞ্জক পদার্থবিহীন প্লাস্টিডকে কী বলে?
ক) লিউকোপ্লাস্ট
খ) ক্রোমোপ্লাস্ট
গ) ক্লোরোপ্লাস্ট
ঘ) মাইটোকন্ড্রিয়া
সঠিক উত্তর: (ক)
৮৮. আলোক অণুবীক্ষণ যন্ত্র কত ধরনের?
ক) এক
খ) দুই
গ) তিন
ঘ) চার
সঠিক উত্তর: (খ)
৮৯. উদ্ভিদের বেঁচে থাকায় ফ্লোয়েম টিস্যু কীভাবে সাহায্য করে?
ক) খাদ্যের কাঁচামাল পরিবহন করে
খ) পাতায় প্রস্তুত খাধ্য দেহে সরবরাহ করে
গ) খাদ্য সঞ্চয় করে
ঘ) যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে
সঠিক উত্তর: (খ)
৯০. কোষের ক্ষেত্রে
i. জীবদেহের গঠন ও কার্যগত একক
ii. আদি ও প্রকৃত কোষে
iii. দেহ ও জননকোষে বিভক্ত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯১. নিচের কোনটি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে সংশ্লেষিত হয়?
ক) হরমোন
খ) প্রোটিন
গ) লিপিড
ঘ) গ্লাইকোজেন
সঠিক উত্তর: (খ)
৯২. কোন পেশির কোষগুলো শাখার সাহায্যে পরস্পরের সাথে যুক্ত থাকে?
ক) ঐচ্ছিক পেশি
খ) অনৈচ্ছিক পেশি
গ) অচিহ্নিত পেশি
ঘ) হৃদপেশি
সঠিক উত্তর: (ঘ)
৯৩. পানি ও খনিজ লবণ পরিবহন কোন টিস্যুর প্রধান কাজ?
ক) জাইলেম টিস্যু
খ) ফ্লোয়েম টিস্যু
গ) ভাজক টিস্যু
ঘ) বিভাজনক্ষম টিস্যু
সঠিক উত্তর: (ক)
৯৪. সাধারণ দেহের কোনো অংশ কেটে গেলে কিছুক্ষণ পর রক্ত জমাট বেঁধে যায় কেন?
ক) অণুচক্রিকার জন্য
খ) শ্বেত রক্ষকণিকার জন্য
গ) লোহিত রক্তকণিকার জন্য
ঘ) রক্তরসের জন্য
সঠিক উত্তর: (ক)
৯৫. কোষের প্রাচীর সৃষ্টির সময় যে ছিদ্র তৈরি হয় তাকে কী বলে?
ক) ভিলাই
খ) রন্ধ্র
গ) গহ্বর
ঘ) কূপ
সঠিক উত্তর: (ঘ)
৯৬. কতসালে মাইটোকন্ড্রিয়া আবিষ্কৃত হয়?
ক) ১৮৯৫
খ) ১৮৯৬
গ) ১৮৯৭
ঘ) ১৮৯৮
সঠিক উত্তর: (ঘ)
৯৭. প্রোটিনের পলিপেপটাইড টেইন সংযোজন কোন অঙ্গাণুতে হয়ে থাকে?
ক) লাইসোজোম
খ) রাইবোজোম
গ) নিউক্লিয়াস
ঘ) মাইটোকন্ড্রিয়া
সঠিক উত্তর: (খ)
৯৮. উদ্ভিদকোষে ক্লোরোপ্লাস্ট প্রয়োজন হয় কেন?
ক) খাদ্য সঞ্চয়ে
খ) রঞ্জক পদার্থ সংশ্লেষণে
গ) শর্করা জাতীয় খাদ্য নিয়ন্ত্রণে
ঘ) ফুলকে রঙিন করতে
সঠিক উত্তর: (গ)
৯৯. নিচের কোন কোষগুলোর দৈর্ঘ, প্রস্তু ও উচ্চতা প্রায় সমান?
ক) স্কোয়ামাস আবরণী টিস্যু
খ) কিউবয়ডাল আবরণী টিস্যু
গ) কলামনার আবরণী টিস্যু
ঘ) স্ট্রাডিফাইড আবরণী টিস্যু
সঠিক উত্তর: (খ)
১০০. তরল মাতৃকা বিশিষ্ট যোজক কলা-
i. দেহকে দৃঢ়তা প্রদান করে
ii. দেহের অভ্যন্তরে দ্রব্যাদি পরিবহন করে
iii. রোগ প্রতিরোধের কাজ করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
0 comments :