২৫ মার্চ, ২০১৮

এসএসসি পরীক্ষার্থীদের জন্য হিসাব বিজ্ঞান নৈর্ব্যত্তিক -১.২

Eqra Coaching     মার্চ ২৫, ২০১৮     No comments


এসএসসি পরীক্ষার্থীদের জন্য হিসাব বিজ্ঞান নৈর্ব্যত্তিক ১.২
১ম অধ্যায়ঃ (হিসাব বিজ্ঞানের পরিচিতি)
সর্বমোট প্রশ্ন সংখ্যা ২০৫ 
২য় পর্ব (প্রশ্ন ৫১-১০০)

১ম পর্ব পড়ার জন্য এখানে ক্লিক করুন-


এসএসসি পরীক্ষার্থীদের জন্য হিসাব বিজ্ঞান নৈর্ব্যত্তিক -১.২
৫১. হিসাববিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কোনটি? 
Ο ক) লেনদেনের সুষ্ঠ লিপিবদ্ধকরণ 
Ο খ) ব্যয় নিয়ন্ত্রণ 
Ο গ) আর্থিক অবস্থা নিরূপণ 
Ο ঘ) অর্থনৈতিক তথ্য পরিবেশন 
 

সঠিক উত্তর: (গ)


৫২. নিচের কোন উক্তিটি সঠিক? 
Ο ক) হিসাববিজ্ঞানের কার্যক্ষেত্র বা আওতা খুবই সীমিত 
Ο খ) হিসাববিজ্ঞানের ইতিহাস মানবসভ্যতার ইতিহাসের চেয়েও পুরানো 
Ο গ) হিসাববিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য হল আয়কর নিরুপণ 
Ο ঘ) হিসাববিজ্ঞানকে ‘ব্যবসায়ের ভাষা’ বলা হয় 
 

সঠিক উত্তর: (ঘ)


৫৩. নিচের কোনটি আলভজনক প্রতিষ্ঠান? 
Ο ক) অভিনেতা 
Ο খ) উকিল 
Ο গ) ডাক্তার 
Ο ঘ) ক্লাব 
 

সঠিক উত্তর: (ঘ)


৫৪. প্রত্যেক ব্যক্তি বা প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করে- 
i আর্থিক কার্যাবলির ফলাফল জানতে 
ii লাভের পরিমাণ বৃদ্ধি করতে 
iii আর্থিক বিবরণীর তথ্য জানতে 
নিচের কোনটি সঠিক? 
Ο ক) i 
Ο খ) i ও iii 
Ο গ) ii 
Ο ঘ) iii 
 

সঠিক উত্তর: (খ)


৫৫. আর্থিক দুর্নীতি নিয়ন্ত্রণের দ্বারা কোনটি বৃদ্ধি সম্ভব? 
Ο ক) হিসাবের গ্রহণযোগ্যতা 
Ο খ) হিসাবের উপযোগিতা 
Ο গ) হিসাবের স্বচ্ছতা 
Ο ঘ) হিসাবের সামঞ্জস্যতা 
 

সঠিক উত্তর: (গ)


৫৬. হিসাবরক্ষণের মূল কারণ হল- 
Ο ক) ব্যবসায়ের আয়ের লিখিত হিসাব রাখা 
Ο খ) ব্যবসায়ের খরচের হিসাব রাখা 
Ο গ) ব্যবাসায়ের আর্থিক অবস্থা নিরুপণ করা 
Ο ঘ) ব্যবসায়ের সম্পদ ও দায়ের লিখিত হিসাব রাখা 
 

সঠিক উত্তর: (গ)


৫৭. সরকারের আয়ের অন্যতম উৎস হচ্ছে- 
i ভ্যাট 
ii কাস্টমস ডিউটি 
iii আয়কর 
নিচের কোনটি সঠিক? 
Ο ক) i 
Ο খ) ii 
Ο গ) iii 
Ο ঘ) i, ii ও iii 
 

সঠিক উত্তর: (ঘ)


৫৮. আধুনিক বিশ্বের হিসাববিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হল- 
i সকল তথ্যের লিপিবদ্ধকরণ 
ii বছর শেষে আর্থিক ও অনার্থিক বিবরণী প্রস্তুতকরণ 
iii সংশ্লিষ্ট পক্ষসমূহকে প্রয়োজনীয় তথ্য সরবরাহকরণ 
নিচের কোনটি সঠিক? 
Ο ক) i 
Ο খ) ii 
Ο গ) i ও ii 
Ο ঘ) iii 
 

সঠিক উত্তর: (ঘ)


৫৯. হিসাববিজ্ঞানের উদ্দেশ্য- 
i ফলাফল নির্ণয় 
ii আর্থিক অবস্থা নিরূপণ 
iii লেনদেনের সুষ্ঠু ‍লিপিবদ্ধকরণ 
নিচের কোনটি সঠিক? 
Ο ক) i 
Ο খ) ii 
Ο গ) iii 
Ο ঘ) i, ii ও iii 
 

সঠিক উত্তর: (ঘ)


৬০. ব্যবসায়ের শ্রমিক, কর্মচারি ও কর্মকর্তাগণ তাদের ন্যায্য অংশ আদায়ের জন্য কোন হিসাবের সহায়তা গ্রহণ করেন? 
Ο ক) সংরক্ষিত হিসাব 
Ο খ) তহবিল বিবরণী 
Ο গ) বিশেষ হিসাব 
Ο ঘ) আর্থিক বিবরণী 
 

সঠিক উত্তর: (ঘ)


৬১. গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান ব্যবসায়ের কোন ধরনের দায়বদ্ধতা? 
Ο ক) সামাজিক 
Ο খ) নৈতিক 
Ο গ) মানসিক 
Ο ঘ) আদর্শিক 
 

সঠিক উত্তর: (ক)


৬২. কীভাবে জবাবদিহীমূলক প্রক্রিয়া ও স্বচ্ছ দায়িত্ববোধ গড়ে তোলা যায়? 
Ο ক) আর্থিক লেনদেনগুলো যথার্থভাবে লিপিবদ্ধকরণের মাধ্যমে 
Ο খ) আর্থিক সচ্ছলতা দ্বারা 
Ο গ) ধর্মীয় অনুশাসন দ্বারা 
Ο ঘ) সঞ্চয় প্রবণতা সৃষ্টির মাধ্যমে 
 

সঠিক উত্তর: (ক)
৬৩. প্রতিষ্ঠানের সঠিক ও নির্ভুল ফলাফল প্রকাশ, সর্বাঙ্গীণ আর্থিক অবস্থা নিরূপণ, তুলনামূলক আর্থিক চিত্র প্রকাশ, সম্পদ ও দেনার সঠিক মূল্য নিরূপণ সবই সম্ভব হয়- 
i হিসাবের বিশ্লেষণ দ্বারা 
ii সুষ্ঠ হিসাব দ্বারা 
iii প্রকাশিত তথ্য দ্বারা 
নিচের কোনটি সঠিক? 
Ο ক) i 
Ο খ) ii 
Ο গ) iii 
Ο ঘ) i ও iii 
 

সঠিক উত্তর: (খ)
৬৪. ব্যবসায় প্রতিষ্ঠানে হিসাব রাখার উদ্দেশ্য কোনটি? 
Ο ক) ধর্মীয় অনুশাসন 
Ο খ) ঋণ পরিশোধ 
Ο গ) নৈতিক চরিত্র গঠন 
Ο ঘ) ব্যয় নিয়ন্ত্রণ 
 

সঠিক উত্তর: (ঘ)
৬৫. হিসাববিজ্ঞান সম্পর্কে কোন উক্তিটি প্রযোজ্য? 
Ο ক) হিসাববিজ্ঞানের কার্যক্ষেত্রে বা আওতা খুবই সীমিত 
Ο খ) হিসাববিজ্ঞানের ইতিহাস মানবসভ্যতার ইতিহাসের চেয়েও পুরোনো 
Ο গ) হিসাববিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য হলো আয়কর নিরূপণ 
Ο ঘ) হিসাববিজ্ঞানকে ‘ব্যবসায়ের ভাষা’ বলা হয় 
 

সঠিক উত্তর: (ঘ)
৬৬. লুকা প্যাসিওলি ছিলেন- 
i চিকিৎসক 
ii বৈজ্ঞানিক 
iii দার্শনিক ও ধর্মযাজক 
নিচের কোনটি সঠিক? 
Ο ক) i 
Ο খ) ii 
Ο গ) iii 
Ο ঘ) i ও iii 
 

সঠিক উত্তর: (গ)
৬৭. ব্যয় নিয়ন্ত্রণ করে কী অর্জন করা যায়? 
Ο ক) আর্থিক সচ্ছলতা 
Ο খ) মোট লাভ 
Ο গ) নিট লাভ 
Ο ঘ) জ্ঞান অর্জন করা যায় 
 

সঠিক উত্তর: (ক)
৬৮. হিসাববিজ্ঞানের বাহ্যিক ব্যবহারকারী কারা? 
Ο ক) মালিক 
Ο খ) পাওনাদার 
Ο গ) ক্যাশিয়ার 
Ο ঘ) ব্যবস্থাপক 
 

সঠিক উত্তর: (খ)
৬৯. সমাজের প্রতিটি ক্ষেত্রে কোন ধরনের ঘটনা পরিলক্ষিত হয়? 
Ο ক) সম্পত্তি সংক্রান্ত 
Ο খ) কাল্পনিক 
Ο গ) অর্থ সম্পর্কিত 
Ο ঘ) ব্যয় সম্পর্কিত 
 

সঠিক উত্তর: (গ)
৭০. কোনো প্রতিষ্ঠানের হিসাব রাখার উদ্দেশ্য কী?
i লাভ নির্ণয় 
ii ধারে বিক্রয় কাজ সমাধা করা 
iii আর্থিক অবস্থান নিরূপণ করা 
নিচের কোনটি সঠিক? 
Ο ক) i 
Ο খ) ii 
Ο গ) ii ও iii 
Ο ঘ) iii 
 

সঠিক উত্তর: (ঘ)
৭১. হিসাবরক্ষণের সুনির্দিষ্ট নীতির প্রয়োজনীয়তা অনুভব করেন কে? 
Ο ক) এ. ডব্লিউ জনসন 
Ο খ) এফ. ডব্লিউ পিক্সলি 
Ο গ) এম. সি. শুক্লা 
Ο ঘ) লুকা প্যাসিওলি 
 

সঠিক উত্তর: (ঘ)
৭২. নিজের কাজের জন্য তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধতাই সৃষ্টি করে - 
Ο ক) জবাবদিহিতা 
Ο খ) মূল্যবোধ 
Ο গ) মিতব্যয়িতা 
Ο ঘ) মহানুভবতা 
 

সঠিক উত্তর: (ক)
৭৩. কোন কোম্পানিগুলো বায়ু দূষণ রোধে অনেক অর্থ ব্যয় করে থাকে? 
Ο ক) আন্তর্জাতিক কোম্পানি 
Ο খ) উৎপাদনকারী কোম্পানি 
Ο গ) সামাজিক কোম্পানি 
Ο ঘ) তেল কোম্পানি 
 

সঠিক উত্তর: (ঘ)
৭৪. শিল্প-কারখানা খেকে নির্গত ধোয়া প্রতিরোধে সরকারের নিয়ম-নীতি অনুসরণ করে কে কাজ করবে? 
Ο ক) ব্যবসায়ের মালিক 
Ο খ) ব্যবসায়ের হিসাবরক্ষক 
Ο গ) সরকারের বিশেষ বাহিনী 
Ο ঘ) ক ও খ 
 

সঠিক উত্তর: (ঘ)
৭৫. ঋণ খেলাপী হবার সম্ভাবনা হ্রাস পায় কখন? 
Ο ক) দায়িত্ববোধ বিকশিত হলে 
Ο খ) ঋণ পরিশোধে সচেতনতা সৃষ্টি হলে 
Ο গ) সমাজের প্রতি দায়িত্ববোধ বাড়লে 
Ο ঘ) সুষ্ঠভাবে হিসাব রাখলে 
 

সঠিক উত্তর: (খ)
৭৬. বড় বড় তেল কোম্পানিগুলো পরিবেশ বান্ধব কোন কাজটি করার জন্য প্রচুর অর্থ ব্যয় করে ? 
Ο ক) বায়ু দূষণ রোধ 
Ο খ) পানি দূষণ রোধ 
Ο গ) শব্দ দূষণ রোধ 
Ο ঘ) উপরের সবগুলো 
 

সঠিক উত্তর: (ক)
৭৭. আধুনিক হিসাববিজ্ঞানের উৎপত্তি- 
Ο ক) ইংল্যান্ডে 
Ο খ) ভারতবর্ষে 
Ο গ) ইতালিতে 
Ο ঘ) আমেরিকায় 
 

সঠিক উত্তর: (গ)
৭৮. যথাযথ হিসাব রাখলে- 
i খরচ করার প্রবণতা হ্রাস পায় 
ii সঞ্চয় করার প্রবণতা বৃদ্ধি পায় 
iii সকল প্রকার কলহ দূর হয় 
নিচের কোনটি সঠিক? 
Ο ক) i ও ii 
Ο খ) i 
Ο গ) ii 
Ο ঘ) iii 
 

সঠিক উত্তর: (ক)
৭৯. যাবতীয় আয় ও ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধকরণের মাধ্যমে ব্যবসায়ের- 
Ο ক) লাভ-ক্ষতি নির্ণয় সম্ভব 
Ο খ) সঠিক আর্থিক অবস্থা নির্ণয় করা সম্ভব 
Ο গ) সম্পদ বৃদ্ধি করা সম্ভব 
Ο ঘ) ব্যয় কমানো সম্ভব 
 

সঠিক উত্তর: (ক)
৮০. অর্থনৈতিক কার্যাবলির ফলাফল নির্ণয় করা হিসাববিজ্ঞানের- 
Ο ক) অন্যতম প্রধান উদ্দেশ্য 
Ο খ) সর্বপ্রথম উদ্দেশ্য 
Ο গ) প্রধান উদ্দেশ্য 
Ο ঘ) বিশেষ উদ্দেশ্য 
 

সঠিক উত্তর: (ক)
৮১. সমাজ বিস্তার লাভের কারণে কোন প্রথা চালু হয়? 
Ο ক) হিসাবরক্ষণ প্রথা 
Ο খ) বিনিময় প্রথা 
Ο গ) মুদ্রা প্রথা 
Ο ঘ) উৎপাদন প্রথা 
 

সঠিক উত্তর: (খ)
৮২. মানুষ ভালো-মন্দ বিচার করে কীসের সাহায্যে? 
Ο ক) ধারণার 
Ο খ) ব্যবহারের 
Ο গ) মূল্যবোধের 
Ο ঘ) পর্যবেক্ষণের 
 

সঠিক উত্তর: (গ)
৮৩. কোথাও বিনিয়োগ করার পূর্বে তা লাভ না ক্ষতি হবে তা বিশ্লেষণ করা হয় কিসের মাধ্যমে? 
Ο ক) প্রতিষ্ঠানের কর্মীর সংখ্যায় 
Ο খ) হিসাব বিশ্লেষণের মাধ্যমে 
Ο গ) ধারে ক্রয়বিক্রয়ের মাধ্যমে 
Ο ঘ) ব্যবসায় প্রতিষ্ঠানের সুনামে 
 

সঠিক উত্তর: (খ)
৮৪. ব্যবসায়ের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা গ্রহণ করতে কোন ধরনের ব্যবহারকারী হিসাব তথ্য ব্যবহার করে? 
Ο ক) বাহ্যিক ব্যবহারকারী 
Ο খ) সরকার 
Ο গ) মালিক ও ব্যবস্থাপক 
Ο ঘ) কর্মকর্তা 
 

সঠিক উত্তর: (গ)
৮৫. জবাবদিহি প্রক্রিয়ায় হিসাববিজ্ঞানের ভূমিকা কয়টি? 
Ο ক) দুইটি 
Ο খ) তিনটি 
Ο গ) চারটি 
Ο ঘ) পাঁচটি 
 

সঠিক উত্তর: (খ)
৮৬. ব্যবসা-বাণিজ্য বিস্তার লাভ করার কারণ কোনটি? 
Ο ক) মুদ্রার প্রচলন 
Ο খ) বিশ্বায়নের যুগ 
Ο গ) বিনিময় প্রথার বিলোপ সাধন 
Ο ঘ) হিসাববিজ্ঞানের ব্যবহার 
 

সঠিক উত্তর: (ক)
৮৭. “সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিকা প্রপোরশনিয়েট প্রপোরশনালিটা”। গ্রন্থের রচয়িতা কে ছিলেন? 
Ο ক) এ্যাডাম স্মিথ 
Ο খ) লুকা প্যাসিওলি 
Ο গ) টমাস ম্যালথাস 
Ο ঘ) আইনস্টাইন 
 

সঠিক উত্তর: (খ)
৮৮. মানুষ ভাল-মন্দ বিচার করে কীসের সাহায্যে? 
Ο ক) ধারণার 
Ο খ) ব্যবহারের 
Ο গ) মূল্যবোধের 
Ο ঘ) পর্যবেক্ষণের 
 

সঠিক উত্তর: (গ)
৮৯. হিসাব সচেতনতা মানুষকে কী হিসেবে গড়ে তুলতে সাহায্য করে? 
Ο ক) আত্মবিশ্বাসী 
Ο খ) ঋণ খেলাপী 
Ο গ) তথ্য পরিবেশনকারী 
Ο ঘ) ব্যয় নিয়ন্ত্রণকারী 
 

সঠিক উত্তর: (ক)
৯০. দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি ব্যাখ্যা করা হয়- 
i ১৪৯৪ খ্রিষ্টাব্দ 
ii ১৪৪৯ খ্রিষ্টাব্দ 
iii পঞ্চদশ শতাব্দীতে 
নিচের কোনটি সঠিক? 
Ο ক) i ও iii 
Ο খ) i 
Ο গ) ii 
Ο ঘ) iii 
 

সঠিক উত্তর: (ক)
৯১. প্রতিষ্ঠানের আয়কর নির্ধারণের জন্য কোনটি প্রয়োজন? 
Ο ক) আয় ব্যয় নির্ণয় 
Ο খ) হিসাব সংরক্ষণ 
Ο গ) মুনাফা নির্ণয় 
Ο ঘ) আর্থিক অবস্থা বিশ্লেষণ 
 

সঠিক উত্তর: (খ)
৯২. কোনো প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা ভালোভাবে জানার জন্য প্রয়োজন-
Ο ক) লেনদেনের সঠিক লিপিবদ্ধকরণ 
Ο খ) লেনদেন বিশ্লেষণ 
Ο গ) সঠিক তথ্য সংগ্রহ 
Ο ঘ) কোনোটিই নয় 
 

সঠিক উত্তর: (ক)
৯৩. বিনিময় প্রথা চালু হওয়ার কারণ কী? 
Ο ক) মানুষের চাহিদা হ্রাস 
Ο খ) সমাজ বিস্তার লাভ 
Ο গ) মানুষের জ্ঞানের প্রসার 
Ο ঘ) বিজ্ঞানের উন্নতি 
 

সঠিক উত্তর: (খ)
৯৪. হিসাববিজ্ঞান হল- 
Ο ক) সেই শাস্ত যার দ্বারা আর্থিক কার্যাবলি সুষ্ঠভাবে লিপিবদ্ধ করা যায় 
Ο খ) সেই শাস্ত্র যার দ্বারা আর্থিক কার্যাবলি সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা যায় এবং আর্থিক ফলাফল নির্ণয় করা যায় 
Ο গ) সেই হিসাব যার দ্বারা লাভ-ক্ষতি জানা যায় 
Ο ঘ) সেই পদ্ধতি যার দ্বারা আর্থিক অবস্থা ভাল করা যায় 
 

সঠিক উত্তর: (খ)
৯৫. হিসাব সচেতনতা মানুষকে উদ্বুদ্ধ করে- 
i সততা অবলম্বনে 
ii রক্ষণশীলতা অর্জনে 
iii নিয়মানুবর্তিতা অর্জনে 
নিচের কোনটি সঠিক? 
Ο ক) i 
Ο খ) ii 
Ο গ) i, ii ও iii 
Ο ঘ) iii 
 

সঠিক উত্তর: (গ)
৯৬. প্রতিষ্ঠানের ক্ষমতা বিকেন্দ্রীভূত হয় কী কারণে? 
Ο ক) দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কাজের চাপ হ্রাসের জন্য 
Ο খ) দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কাজ মনোযোগের সাথে করবার সুবিধার্থে 
Ο গ) প্রাতিষ্ঠানিক ব্যয়হ্রাসের জন্য 
Ο ঘ) প্রতিষ্ঠানের আয় বৃদ্ধির উদ্দেশ্যে 
 

সঠিক উত্তর: (খ)
৯৭. জবাবদিহি প্রক্রিয়া সৃষ্টি করে- 
i দায়িত্ববোধ 
ii সঞ্চয় প্রবণতা 
iii কর্মবিমুখতা 
নিচের কোনটি সঠিক? 
Ο ক) i 
Ο খ) ii 
Ο গ) iii 
Ο ঘ) i ও iii 
 

সঠিক উত্তর: (ক)
৯৮. ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান ব্যবসায়ীকে কখন ঋণ সরবরাহ করে? 
Ο ক) ঋণ পরিশোধ ক্ষমতা যাচাই করে 
Ο খ) আমদানি বাণিজ্য লাভজনক হলে 
Ο গ) রপ্তানি বাণিজ্যের হার বেশি হলে 
Ο ঘ) ব্যবসায়িক সম্পর্ক অনুকূল হলে 
 

সঠিক উত্তর: (ক)
৯৯. কোথায় হিসাববিজ্ঞানের যাত্রা শুরু হয়েছিল? 
Ο ক) রোম 
Ο খ) ভেনিস 
Ο গ) লন্ডন 
Ο ঘ) বোস্টন 
 

সঠিক উত্তর: (খ)


১০০. মূল্যবোধ হলো একটি মানদন্ড যা গড়ে ব্যক্তি ও সমাজের- 
i চিন্তা-চেতনার ভিত্তিতে 
ii বিশ্বাসের ভিত্তিতে 
iii ধ্যান-ধারণার ভিত্তিতে 
নিচের কোনটি সঠিক? 
Ο ক) i 
Ο খ) ii 
Ο গ) iii 
Ο ঘ) i, ii ও iii 
 
সঠিক উত্তর: (ঘ) 


, , , ,

Similar Posts :

0 comments :

পোষ্টের ধরন

আমাদের ফ্যান পেজ লাইক করুন

ইসলামিক রিসার্চ সমৃদ্ধ ফ্যান পেজ

বর্তমান পরিদর্শকের মোট সংখ্যা

205292

Subscribe to Newsletter

We'll never share your Email address.
© 2018 Eqra Coaching. Eqra Designed by Bloggertheme9. Powered by Eqra.

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *