২৫ জানুয়ারী, ২০১৮

এসএসসি পরীক্ষার্থীদের জন্য হিসাব বিজ্ঞান নৈর্ব্যত্তিক -১.১

Eqra Coaching     জানুয়ারী ২৫, ২০১৮     No comments

এসএসসি পরীক্ষার্থীদের জন্য হিসাব বিজ্ঞান নৈর্ব্যত্তিক ১.১
১ম অধ্যায়ঃ (হিসাব বিজ্ঞানের পরিচিতি)
সর্বমোট প্রশ্ন সংখ্যা ২০৫ 
১ম পর্ব (প্রশ্ন ১-৫০)


এসএসসি পরীক্ষার্থীদের জন্য হিসাব বিজ্ঞান নৈর্ব্যত্তিক -১.১
১. হিসাববিজ্ঞান তথ্যের ব্যবহারকারী সম্পর্কে নিচের কোন বিবরণীটি সঠিক নয়? 
Ο ক) ব্যবস্থাপকগণ অভ্যন্তরীণ ব্যবহারকারী 
Ο খ) নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ অভ্যন্তরীণ ব্যবহারকারী 
Ο গ) বর্তমান পাওনাদারগণ বহি:স্থ ব্যবহারকারী 
Ο ঘ) কর্মকর্তা ও কর্মচারী বহি:স্থ ব্যবহারকারী 
 


সঠিক উত্তর: (খ)

২. কোনটি হিসাববিজ্ঞানের উদ্দেশ্য? 
Ο ক) অর্থনৈতিক তথ্য পরিবেশন 
Ο খ) অর্থ আত্মসাৎ প্রতিরোধ 
Ο গ) জনহিতকর ব্যয় সংকোচন 
Ο ঘ) ব্যয় নিয়ন্ত্রণ 
 

সঠিক উত্তর: (গ)

৩. মূল্যবোধ সৃষ্টিতে হিসাববিজ্ঞানের ভূমিকা কয়টি? 
Ο ক) তিনটি 
Ο খ) চারটি 
Ο গ) পাঁচটি 
Ο ঘ) ছয়টি 
 

সঠিক উত্তর: (গ)
৪. প্রতিষ্ঠানের দায় পরিশোধ ক্ষমতা যাচাই করে- 
i বিনিয়োগকারী 
ii পাওনাদার 
iii ক্রেতা 
নিচের কোনটি সঠিক? 
Ο ক) i ও ii 
Ο খ) i 
Ο গ) ii 
Ο ঘ) iii 
 

সঠিক উত্তর: (ক)
৫. পণ্য তৈরিতে কোন ধরনের কাঁচামাল ব্যবহার করা হয়? 
Ο ক) মানসম্মত 
Ο খ) বিধিসম্মত 
Ο গ) স্বাস্থ্যসম্মত 
Ο ঘ) মানসম্মত ও স্বাস্থ্যসম্মত 
 

সঠিক উত্তর: (গ)
৬. হিসাববিজ্ঞানকে কী নামে অভিহিত করা হয়? 
Ο ক) হিসাব ব্যবস্থা 
Ο খ) তথ্য ব্যবস্থা 
Ο গ) নিরীক্ষা ব্যবস্থা 
Ο ঘ) বিবরণী ব্যবস্থা 
 

সঠিক উত্তর: (গ)
৭. আদিযুগে উৎপাদিত পণ্যের হিসাব কীভাবে রাখা হতো? 
i ঘরে দাগ কেটে ও রশিতে গিট দিয়ে 
ii মাটির দেয়ালে রং দিয়ে ও রশিতে গিট দিয়ে 
iii ঘরের দেয়ালে দাগ কেটে ও কাঠের লাঠিতে সংকেত দিয়ে 
নিচের কোনটি সঠিক? 
Ο ক) i 
Ο খ) ii 
Ο গ) iii 
Ο ঘ) i ও iii 
 

সঠিক উত্তর: (ক)
৮. প্রতিষ্ঠানের অর্জিত মুনাফা ও প্রাক্কলিত মুনাফার সংগতি রক্ষার জন্যে কার নিকট জবাবদিহি করতে হবে? 
Ο ক) সরকারের নিকট 
Ο খ) মালিক ও বিনিয়োগকারীর নিকট 
Ο গ) ঋণগ্রহিতার নিকট 
Ο ঘ) উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট 
 

সঠিক উত্তর: (খ)
৯. সরকার রাজস্ব ব্যয় করে- 
i উন্নয়নমূলক খাতে 
ii জনসেবামূলক খাতে 
iii বেসরকারি খাতে 
নিচের কোনটি সঠিক? 
Ο ক) i ও ii 
Ο খ) ii 
Ο গ) iii 
Ο ঘ) i 
 

সঠিক উত্তর: (ক)
১০. আর্থিক সচ্ছলতা হিসাববিজ্ঞানের একটি- 
Ο ক) উদ্দেশ্য 
Ο খ) ভূমিকা 
Ο গ) সুবিধা 
Ο ঘ) প্রয়োজনীয়তা 
 

সঠিক উত্তর: (ঘ)
১১. আর্থিক দুর্নীতি ও জালিয়াতি রোধ সম্ভব হয়- 
i হিসাববিজ্ঞানের রীতি নীতি অনুসরণ দ্বারা 
ii মিতব্যয়িতা অর্জনের দ্বারা 
iii হিসাববিজ্ঞানের কলাকৌশল দ্বারা 
নিচের কোনটি সঠিক? 
Ο ক) i 
Ο খ) i ও iii 
Ο গ) ii 
Ο ঘ) iii 
 

সঠিক উত্তর: (খ)
১২. কোনটি দ্বারা প্রতিষ্ঠিানের সঠিক ও নির্ভুল ফলাফল প্রকাশিত হয়? 
Ο ক) হিসাববিজ্ঞান 
Ο খ) হিসাবরক্ষণ 
Ο গ) হিসাব 
Ο ঘ) লেনদেন 
 

সঠিক উত্তর: (খ)
১৩. একটি ব্যবসায়ের হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী- 
i মালিক 
ii ব্যবস্থাপক 
iii ঋণ প্রদানকারী ব্যাংক 
নিচের কোনটি সঠিক? 
Ο ক) i 
Ο খ) ii 
Ο গ) i ও ii 
Ο ঘ) iii 
 

সঠিক উত্তর: (গ)
১৪. কোনো প্রতিষ্ঠানে হিসাবের বই এবং সংশ্লিষ্ট কাগজপত্র কে তৈরি করেন? 
Ο ক) ব্যবস্থাপক 
Ο খ) ক্যাশিয়ার 
Ο গ) হিসাবরক্ষক 
Ο ঘ) মালিক 
 

সঠিক উত্তর: (গ)
১৫. সঠিক সময়ে ঋণ পরিশোধের হিসাববিজ্ঞানের ক্ষেত্রে একজন ব্যক্তির- 
i জবাবদিহিতা 
ii মূল্যবোধ 
iii প্রয়োজনীয়তা 
নিচের কোনটি সঠিক? 
Ο ক) i 
Ο খ) ii 
Ο গ) iii 
Ο ঘ) i ও ii 
 

সঠিক উত্তর: (খ)
১৬. সঠিক হিসাবরক্ষণ দ্বারা কোন ধরনের মানসিকতা সৃষ্টি হয়? 
Ο ক) ব্যয় বুঝে আয় করা 
Ο খ) আয় বুঝে ব্যয় করা 
Ο গ) ইচ্ছেমত ব্যয় করা 
Ο ঘ) অর্থ জালিয়াতি করা 
 

সঠিক উত্তর: (খ)
১৭. প্রতিষ্ঠানের মালিকপক্ষের কোনটি থাকা প্রয়োজন? 
Ο ক) অর্থণীতির উপর দায়িত্ববোধ 
Ο খ) সমাজের প্রতি দায়িত্ববোধ 
Ο গ) প্রতিযোগী প্রতিষ্ঠানের প্রতি দায়িত্ববোধ 
Ο ঘ) সরকারি নীতির প্রতি দায়িত্ববোধ 
 

সঠিক উত্তর: (খ)
১৮. প্রতিষ্ঠানের মূল্য সংয়োজন কর ও আবগারি শুল্ক ধার্যের ভিত্তি কোনটি? 
Ο ক) মূলধন 
Ο খ) সঞ্চয় 
Ο গ) ব্যয় 
Ο ঘ) আয় 
 

সঠিক উত্তর: (গ)
১৯. হিসাববিজ্ঞানের সর্বপ্রথম উদ্দেশ্য হচ্ছে- 
Ο ক) ফলাফল নির্ণয় 
Ο খ) লেনদেনের সুষ্ঠ লিপিবদ্ধকরণ 
Ο গ) আর্থিক অবস্থা নিরূপণ 
Ο ঘ) অর্থনৈতিক তথ্য পরিবেশন 
 

সঠিক উত্তর: (খ)
২০. শুল্ক, ভ্যাট, কর এবং আয়কর কার নিকট পরিশোধ করতে হয়? 
Ο ক) ব্যাংকের নিকট 
Ο খ) সরকারের নিকট 
Ο গ) প্রতিষ্ঠানের নিকট 
Ο ঘ) পরিচালকের নিকট 
 

সঠিক উত্তর: (খ)
২১. কারবারি লেনদেনসমূহ হিসাবের খাতায় লিপিবদ্ধ করার কোন বিষয়টি হিসাববিজ্ঞান আলোচনা করে? 
Ο ক) কলাকৌশল 
Ο খ) নিয়মনীতি 
Ο গ) কলাকৌশল ও নিয়মনীতি 
Ο ঘ) কোনটিই নয় 
 

সঠিক উত্তর: (গ)
২২. হিসাববিজ্ঞানের মুখ্য বিষয় হল- 
i সংঘটিত লেনদেনসমূহ লিপিবদ্ধকরণ 
ii লেনদেনের ফলাফল নির্ণয় 
iii আর্থিক অবস্থা নিরূপণ করা 
নিচের কোনটি সঠিক? 
Ο ক) i 
Ο খ) ii 
Ο গ) ii ও iii 
Ο ঘ) iii 
 

সঠিক উত্তর: (গ)
২৩. হিসাববিজ্ঞানকে অবহিত করা হয়- 
i তথ্য ব্যবস্থা নামে 
ii তথ্য ভান্ডার নামে 
iii আর্থিক অবস্থার পরিবর্তন 
নিচের কোনটি সঠিক? 
Ο ক) i 
Ο খ) ii 
Ο গ) iii 
Ο ঘ) i, ii ও iii 
 

সঠিক উত্তর: (ঘ)
২৪. আর্থিক তথ্যাবলী প্রতিষ্ঠানকে কোন ধরনের সহায়তা করে? 
Ο ক) পণ্য নির্বাচনে 
Ο খ) জালিয়াতি রোধে 
Ο গ) লেনদেন লিপিবদ্ধকরণে 
Ο ঘ) সিদ্ধান্ত গ্রহণে 
 

সঠিক উত্তর: (ঘ)
২৫. আধুনিক হিসাববিজ্ঞানের উৎপত্তি- 
i ইংল্যান্ডে 
ii ইতালিতে 
iii আমেরিকায় 
নিচের কোনটি সঠিক? 
Ο ক) i 
Ο খ) ii 
Ο গ) iii 
Ο ঘ) i ও ii 
 

সঠিক উত্তর: (খ)
২৬. প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকার প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট পক্ষকে জানাতে সাহায্য করে কোনটি? 
Ο ক) হিসাববিজ্ঞান 
Ο খ) হিসাববিজ্ঞান নীতি 
Ο গ) প্রতিবেদন ও বিবরণী 
Ο ঘ) বিশদ আয় বিবরণী 
 

সঠিক উত্তর: (গ)
২৭. দুতরফা দাখিলা পদ্ধতির উৎপত্তিকাল কোনটি? 
Ο ক) ১৪৪১ খ্রিষ্টাব্দ 
Ο খ) ১৩৯৪ খ্রিষ্টাব্দ 
Ο গ) ১৪৯৪ খ্রিষ্টাব্দ 
Ο ঘ) ১৪৪৯ খ্রিষ্টাব্দ 
 

সঠিক উত্তর: (গ)
২৮. সঠিক হিসাবরক্ষণের মাধ্যমে জানা যায়- 
i কারবারের লাভ-ক্ষতি 
ii কারবারের সর্বাঙ্গীন আর্থিক অবস্থা 
iii মোট দায় ও মোট সম্পত্তি 
নিচের কোনটি সঠিক? 
Ο ক) i 
Ο খ) ii 
Ο গ) iii 
Ο ঘ) i, ii ও iii 
 

সঠিক উত্তর: (ঘ)
২৯. লুকা প্যাসিওলি কর্তৃক লিখিত গ্রন্থের নাম কী? 
Ο ক) একাউন্টিং ইন দি এনসেন্ট ইতালিয়া 
Ο খ) দি মডার্ন কনসেপ্ট অন একাউন্টিং 
Ο গ) সুম্ম ডি এরিথমেটিকা জিওমেট্রিকা প্রপোরশনিয়েট প্রপোরশনালিটা 
Ο ঘ) একাউন্টিং ইন দি পাস্ট 
 

সঠিক উত্তর: (গ)
৩০. লুকা প্যাসিওলি কোন দেশের ধর্মযাজক ও দার্শনিক? 
Ο ক) ফ্রান্সের 
Ο খ) আমেরিকার 
Ο গ) জাপানের 
Ο ঘ) ইতালির 
 

সঠিক উত্তর: (ঘ)
৩১. একটি প্রতিষ্ঠান সমাজ ও পরিবেশের প্রতি অবদান রাখে- 
i পণ্য তৈরিতে বিদেশী কাঁচামাল ব্যবহার করে 
ii পণ্য তৈরিতে দেশী কাঁচামাল ব্যবহার করে 
iii গরিব ও মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান করে 
নিচের কোনটি সঠিক? 
Ο ক) i 
Ο খ) ii ও iii 
Ο গ) ii 
Ο ঘ) iii 
 

সঠিক উত্তর: (খ)
৩২. কী নিয়ন্ত্রণের মাধ্যমে আর্থিক সচ্ছলতা অর্জন সম্ভব? 
Ο ক) মূলধন 
Ο খ) সঞ্চয় 
Ο গ) ব্যয় 
Ο ঘ) আয় 
 

সঠিক উত্তর: (গ)
৩৩. হিসাববিজ্ঞান হচ্ছে- 
i একটি বিজ্ঞান 
ii লেনদেন লিপিবদ্ধ করার কৌশল 
iii ব্যবসায়ের ভাষা 
নিচের কোনটি সঠিক? 
Ο ক) i 
Ο খ) ii 
Ο গ) iii 
Ο ঘ) i, ii ও iii 
 

সঠিক উত্তর: (ঘ)
৩৪. হিসাব সচেতনতার ফলে সমাজ ও রাষ্ট্রের প্রতি কোন দায়িত্ববোধ সৃষ্টি হয়? 
Ο ক) ঋণ খেলাপি হওয়ার সম্ভবনা হ্রাস করে 
Ο খ) দেশপ্রেম বৃদ্ধি করে 
Ο গ) কর ফাঁকি দেওয়ার প্রবণতা হ্রাস করে 
Ο ঘ) উপরের সবগুলো 
 

সঠিক উত্তর: (গ)
৩৫. বর্তমান হিসাববিজ্ঞানের ভিত্তি কী? 
Ο ক) একতরফা দাখিলা পদ্ধতি 
Ο খ) দুতরফা দাখিলা পদ্ধতি 
Ο গ) তিন তরফা দাখিলা পদ্ধতি 
Ο ঘ) হিসাব রাখার দক্ষতা 
 

সঠিক উত্তর: (খ)
৩৬. সরকারের আর্থিক তথ্যের প্রয়োজন হয়- 
i কর নির্ধারণের জন্য 
ii বাজেট প্রস্তুত করার জন্য 
iii আর্থিক পরিকল্পনা প্রণয়ণের জন্য 
নিচের কোনটি সঠিক? 
Ο ক) i 
Ο খ) ii 
Ο গ) iii 
Ο ঘ) i, ii ও iii 
 

সঠিক উত্তর: (ঘ)
৩৭. হিসাববিজ্ঞানের সর্বপ্রথম উদ্দেশ্য কোনটি? 
Ο ক) আর্থিক অবস্থা নিরূপণ 
Ο খ) আর্থিক লেনদেনগুলো ধারাবাহিকভাবে হিসাব বইতে লিপিবদ্ধ করা 
Ο গ) আর্থিক ফলাফল নির্ণয় 
Ο ঘ) অর্থনৈতিক তথ্য পরিবেশন 
 

সঠিক উত্তর: (খ)
৩৮. হিসাববিজ্ঞানের কলাকৌশল যথেষ্ট উন্নতি করেছে- 
i বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে 
ii মানুষ ব্যবসায়কে পেশা হিসেবে নিয়েছে 
iii ব্যবসায়-বাণিজ্যের উন্নতিতে 
নিচের কোনটি সঠিক? 
Ο ক) i 
Ο খ) ii 
Ο গ) iii 
Ο ঘ) i ও iii 
 

সঠিক উত্তর: (ঘ)
৩৯. কোনটির কারণে প্রতিষ্ঠান যন্ত্রপাতির শব্দ কমানো ও আবর্জনা সঠিক স্থানে ফেলতে অর্থ খরচ করে? 
Ο ক) মুনাফা বৃদ্ধি 
Ο খ) সমাজ ও পরিবেশ রক্ষা 
Ο গ) উৎপাদন বৃদ্ধি 
Ο ঘ) ব্যয়হ্রাস 
 

সঠিক উত্তর: (খ)
৪০. হিসাব মানুষের জীবনকে - 
Ο ক) অসৎপথে উপার্জন করতে শেখায় 
Ο খ) সুন্দর, সুশৃঙ্খল ও মিতব্যয়ী জীবন গড়তে শেখায় 
Ο গ) বেহিসাবী হতে শেখায় 
Ο ঘ) উচ্ছৃঙ্খল জীবনযাপন করতে শেখায় 
 

সঠিক উত্তর: (খ)
৪১. হিসাবরক্ষণ ব্যবস্থায় নিয়োজিত ব্যক্তিবর্গকে জবাবদিহি করতে হয়- 
i মালিকপক্ষের নিকট 
ii ঋণদাতার নিকট 
iii বিনিয়োগকারীর নিকট 
নিচের কোনটি সঠিক? 
Ο ক) i 
Ο খ) ii 
Ο গ) iii 
Ο ঘ) i, ii ও iii 
 

সঠিক উত্তর: (ঘ)
৪২. কেন দু’তরফা দাখিলা পদ্ধতি বিকশিত হয়? 
Ο ক) প্রতিষ্ঠানের তথ্য সুনির্দিষ্টরূপে সংরক্ষণের জন্য 
Ο খ) দেনা-পাওনার সঠিক হিসাব রক্ষণের জন্য 
Ο গ) হিসাব সংরক্ষণে সুনির্দিষ্ট নীতির অভাবের জন্য 
Ο ঘ) আর্থিক প্রতিবেদন প্রস্তুতের জন্য 
 

সঠিক উত্তর: (গ)
৪৩. কোনটি ব্যবসায় প্রতিষ্ঠানে আর্থিক কার্যাবলী হিসেবে চিহ্নিত হবে? 
Ο ক) লেনদেন বিশ্লেষণ 
Ο খ) দায়-দেনা পরিশোধ 
Ο গ) আয়-বিবরণী প্রস্তুত 
Ο ঘ) আর্থিক বিবরণী প্রস্তুত 
 

সঠিক উত্তর: (খ)
৪৪. হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী হল- 
i ঋণ প্রদানকারী 
ii বিনিয়োগকারী 
iii ভোক্তা 
নিচের কোনটি সঠিক? 
Ο ক) i 
Ο খ) ii 
Ο গ) iii 
Ο ঘ) i, ii ও iii 
 

সঠিক উত্তর: (ঘ)
৪৫. হিসাববিজ্ঞানের ব্যবহার পরিলক্ষিত হয়- 
i অব্যবসায়ী প্রতিষ্ঠানে 
ii মুনাফাভোগী প্রতিষ্ঠানে 
iii অমুনাফাভোগী প্রতিষ্ঠানে 
নিচের কোনটি সঠিক? 
Ο ক) i 
Ο খ) ii 
Ο গ) iii 
Ο ঘ) i, ii ও iii 
 

সঠিক উত্তর: (ঘ)
৪৬. আর্থিক কার্যাবলীর ফলাফল জানতে কোন বিষয়টি প্রয়োজন? 
Ο ক) অর্থায়ন 
Ο খ) ব্যাংকিং 
Ο গ) হিসাববিজ্ঞান 
Ο ঘ) ব্যবস্থাপনা 
 

সঠিক উত্তর: (গ)
৪৭. হিসাবরক্ষণের মূলনীতি হলো- 
i লেনদেন চিহ্নিতকরণ 
ii দু’তরফা দাখিলা 
iii Double Entry system 
নিচের কোনটি সঠিক? 
Ο ক) i 
Ο খ) ii 
Ο গ) ii ও iii 
Ο ঘ) iii 
 

সঠিক উত্তর: (গ)
৪৮. কোনটি অলাভজনক প্রতিষ্ঠান? 
Ο ক) স্কুল/কলেজ 
Ο খ) মাদ্রাসা/মসজিদ 
Ο গ) ক্লাব/সমিতি 
Ο ঘ) উপরের সবকটি 
 

সঠিক উত্তর: (ঘ)
৪৯. আর্থিক অবস্থা নিরূপণ করা হিসাববিজ্ঞানের একটি- 
Ο ক) অন্যতম প্রধান উদ্দেশ্য 
Ο খ) মহৎ উদ্দেশ্য 
Ο গ) বিশেষ উদ্দেশ্য 
Ο ঘ) অন্যতম উদ্দেশ্য 
 

সঠিক উত্তর: (ক)
৫০. জবাবদিহিতা সৃষ্টিতে কোনটির ভূমিকা বেশি? 
Ο ক) হিসাবরক্ষণের 
Ο খ) হিসাববিজ্ঞানের 
Ο গ) বুককিপিং এর 
Ο ঘ) হিসাবশাস্ত্রের 
 

সঠিক উত্তর: (খ)



, , , ,

Similar Posts :

0 comments :

পোষ্টের ধরন

আমাদের ফ্যান পেজ লাইক করুন

ইসলামিক রিসার্চ সমৃদ্ধ ফ্যান পেজ

বর্তমান পরিদর্শকের মোট সংখ্যা

205300

Subscribe to Newsletter

We'll never share your Email address.
© 2018 Eqra Coaching. Eqra Designed by Bloggertheme9. Powered by Eqra.

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *