২৩ মার্চ, ২০১৮

বাংলা ২য় পত্র নৈর্ব্যত্তিক (ভাষা) -১.২

Eqra Coaching     মার্চ ২৩, ২০১৮     No comments


বাংলা ২য় পত্র নৈর্ব্যত্তিক .
১ম অধ্যায় ১ম পরিচ্ছেদ (ভাষা)
মোট প্রশ্ন সংখ্যা ১৮২

২য় পর্ব (প্রশ্ন ৫১-১০০)

১ম পর্ব পড়ার জন্য এখানে ক্লিক করুন-


বাংলা ২য় পত্র নৈর্ব্যত্তিক (ভাষা) -১.২
৫১. বাকিকোন ভাষার শব্দ?
) ফারসি
) ফরাসি
) আরবি
) পর্তুগিজ
সঠিক উত্তর: ()
৫২. নিচের কোন উক্তিটি চলিত ভাষা সম্পর্কে প্রযোজ্য নয়?
) চলিত ভাষা কৃত্রিমতাবর্জিত
) চলিত ভাষা গুরুগম্ভীর
) চলিত ভাষা বক্তৃতার উপযোগী
) চলিত ভাষায় তৎসম শব্দের ব্যবহার কম
সঠিক উত্তর: ()




৫৩. নিচের কোন উক্তিটি চলিত ভাষার ক্ষেত্রে প্রযোজ্য নয়?
) চলিত ভাষা কৃত্রিমতা বর্জিত
) চলিত ভাষা গুরুগম্ভীর
) চলিত ভাষা বক্তৃতার উপযোগী
) চলিত ভাষার তৎসম ব্যবহার কম
সঠিক উত্তর: ()
৫৪. বক্তৃতা নাটকের সংলাপের জন্য কোন ভাষা বেশি উপযোগী?
) চলিত
) সাধু
) আঞ্চলিক
) মিশ্র
সঠিক উত্তর: ()
৫৫. চন্দ্রকোন শব্দের উদাহরণ?
) তৎসম
) তদ্ভব
) দেশি
) বিদেশি
সঠিক উত্তর: ()
৫৬. কোনটি বিদেশি শব্দ নয়?
) পত্র
) দোয়াত
) কলেজ
) আইন
সঠিক উত্তর: ()
৫৭. রেস্তোরাঁকোন ভাষার শব্দ?
) ইংরেজি
) জাপানি
) ওলন্দাজ
) ফরাসি
সঠিক উত্তর: ()
৫৮. বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে কী বলে?
) অপিনিহিতি
) পারিভাষিক শব্দ
) রূঢ়ি শব্দ
) তৎসম শব্দ
সঠিক উত্তর: ()
৫৯. কোনটি অর্ধ-তৎসম শব্দ?
) সূর্য
) সুনাম
) জবান
) জ্যোছনা
সঠিক উত্তর: ()
৬০. বাংলা ভাষায় চলিত রীতির বিশেষ বৈশিষ্ট্য কোনটি?
) আভিজাত্যপূর্ণ
) পদবিন্যাস সুনির্দিষ্ট
) কৃত্রিমতাবর্জিত
) কাঠামো অপরিবর্তনীয়
সঠিক উত্তর: ()
৬১. চশমাকোন ভাষার শব্দ?
) আরবি
) ফারসি
) পর্তুগিজ
) ওলন্দাজ
সঠিক উত্তর: ()
৬২. মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি?
) ভাষা
) চিত্র
) ইঙ্গিত
) আচরণ
সঠিক উত্তর: ()
৬৩. বর্তমানে পৃথিবীতে ভাষা প্রচলিত আছে -
) দুই হাজার
) পাঁচ হাজারের ওপর
) সাড়ে তিন হাজারের ওপর
) সাড়ে সাত হাজারের ওপর
সঠিক উত্তর: ()
৬৪. ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের জনগণ যে ভাষায় কথা বলে তার নাম কী?
) সাধু ভাষা
) চলিত ভাষা
) উপভাষা
) মৌলিক ভাষা
সঠিক উত্তর: ()
৬৫. কোনটি ইংরেজি শব্দ নয়?
) ব্যাগ
) অফিস
) ফুটবল
) বাদশাহ
সঠিক উত্তর: ()
৬৬. হরতন’, ‘রুইতনশব্দগুলো কোন ভাষার শব্দ?
) ওলন্দাজ
) পর্তুগিজ
) ফরাসি
) জাপানি
সঠিক উত্তর: ()
৬৭. চলিত রীতির উদাহরণ কোনটি?
) বন্য
) শুকনো
) তুলা
) শুষ্ক
সঠিক উত্তর: ()
৬৮. তৎসম শব্দ কোনগুলো?
) পত্র, কেষ্ট, ডাব, সমুদ্র
) টোপর, বসুন্ধরা, নক্ষত্র, অনল
) আকাশ, বৃক্ষ, ধর্ম, মস্তক
) সূর্য, চন্দ্র, সাপ, গিন্নী
সঠিক উত্তর: ()
৬৯. রাজা-বাদশা (তৎসম + ফারসি) -
) ফারসি শব্দ
) ইংরেজি শব্দ
) আরবি শব্দ
) মিশ্র শব্দ
সঠিক উত্তর: ()
৭০. অশ্বশব্দটি কোন শব্দ?
) পারিভাষিক শব্দ
) যৌগিক শব্দ
) তৎসম শব্দ
) তদ্ভব শব্দ
সঠিক উত্তর: ()
৭১. ডাক্তারখানামিশ্র শব্দটি কোন কোন ভাষার শব্দ নিয়ে গঠিত?
) ইংরেজি + আরবি
) ইংরেজি + ফারসি
) ইংরেজি + বাংলা
) ইংরেজি + হিন্দি
সঠিক উত্তর: ()
৭২. নিচের কোনটি মুন্ডারী ভাষার শব্দ?
) চাকু
) চিনি
) চুলা
) চাকর
সঠিক উত্তর: ()
৭৩. বিদেশি এবং তদ্ভব শব্দের বানানে কোন বর্ণের ব্যবহার পাওয়া যায় না?
)
)
)
)
সঠিক উত্তর: ()
৭৪. আঞ্চলিক ভাষার অপর নাম কী?
) কথ্যভাষা
) উপভাষা
) সাধুভাষা
) চলিত ভাষা
সঠিক উত্তর: ()
৭৫. চলিত রীতির শব্দ কোনটি?
) তুলা
) শুকনা
) তুলো
) পড়িল
সঠিক উত্তর: ()
৭৬. সংস্কৃত চর্মকারশব্দটির তদ্ভব চামারএর প্রাকৃত রূপ কোনটি?
) চম্মকার
) চম্মকর
) চম্মআর
) চম্মার
সঠিক উত্তর: ()
৭৭. পকেটমারশব্দে কোন কোন ভাষার শব্দ রয়েছে?
) ইংরেজি+ফার্সি
) ইংরেজি+তৎসম
) ইংরেজি+বাংলা
) ইংরেজি+আরবি
সঠিক উত্তর: ()
৭৮. এক অক্ষর বিশিষ্ট সব সময় -
) হ্রস্ব হয়
) হ্রস্ব হয় না
) দীর্ঘ হয়
) দীর্ঘ হয় না
সঠিক উত্তর: ()
৭৯. উপভাষার আর এক নাম কী?
) দেশীয় ভাষা
) মূল ভাষা
) আঞ্চলিক ভাষা
) বাংলা ভাষা
সঠিক উত্তর: ()
৮০. কোনটি অর্ধ-তৎসম শব্দের উদাহরণ?
) কুচ্ছিত
) ভবন
) মনুষ্য
) বৈষ্ণব
সঠিক উত্তর: ()
৮১. চাবিকোন ভাষা থেকে আগত শব্দ?
) ওলন্দাজ
) ফারসি
) গুজরাটি
) পর্তুগিজ
সঠিক উত্তর: ()
৮২. হাট-বাজারকোন জাতীয় মিশ্র শব্দ?
) বাংলা + ইংরেজি
) ইংরেজি + বাংলা
) তৎসম + ফারসি
) বাংলা + ফারসি
সঠিক উত্তর: ()
৮৩. পুল পেরিয়ে সামনে একটা বাঁশ বাগান পড়ল। - কোন রীতির বাক্য?
) চলিত রীতি
) সাধু রীতি
) আঞ্চলিক কথ্য রীতি
) প্রমিত রীতি
সঠিক উত্তর: ()
৮৪. কোন গুচ্ছের সব কয়টি শব্দ তৎসম?
) পত্র, কেস্ট, ডাব, সমুদ্র
) টোপর, বসুন্ধরা, নক্ষত্র, অনল
) বৃক্ষ, ধর্ম, মস্তক, পাত্র
) সূর্য, চন্দ্র, সাপ, গিন্নি
সঠিক উত্তর: ()
৮৫. চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য?
) গুরুগম্ভীর
) কৃত্রিম
) পরিবর্তনশীল
) তৎসম শব্দবহুল
সঠিক উত্তর: ()
৮৬. হারিকিরিশব্দের অর্থ -
) হারানো
) রিক্সা
) আত্মহত্যা
) আত্মরক্ষা
সঠিক উত্তর: ()
৮৭. কথা-বার্তা, বক্তৃতা নাটকের সংলাপের জন্য কোন ভাষা উপযোগী?
) চলিত
) সাধু
) মিশ্র
) উপজাতীয়
সঠিক উত্তর: ()
৮৮. সচিবকোন ধরনের শব্দ?
) পারিভাষিক
) মিশ্র
) তদ্ভব
) তৎসম
সঠিক উত্তর: ()
৮৯. সাধু চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়?
) বিশেষ্য বিশেষণ
) ক্রিয়া সর্বনাম
) বিশেষ্য ক্রিয়া
) বিশেষণ ক্রিয়া
সঠিক উত্তর: ()
৯০. নিচের শব্দগুলোর মধ্যে কোনটি ইংরেজি শব্দ?
) কিতাব
) পেনসিল
) হাকিম
) আনারস
সঠিক উত্তর: ()
৯১. নিচের কোনটি চলিত ভাষার নিজস্ব বৈশিষ্ট্য?
) তৎসম শব্দবহুল
) অপরিবর্তনীয়
) পদবিন্যাস সুনিয়ন্ত্রিত
) তদ্ভব শব্দবহুল
সঠিক উত্তর: ()
৯২. পারিভাষিক শব্দ নিচের কোনটি?
) তোপ
) চাকর
) নথি
) ফুটবল
সঠিক উত্তর: ()
৯৩. হাতশব্দটি কোন শ্রেণির?
) দেশি
) তৎসম
) তদ্ভব
) বিদেশি
সঠিক উত্তর: ()
৯৪. আফিমকোন ভাষার শব্দ?
) ইংরেজি
) ফারসি
) তুর্কি
) পর্তুগিজ
সঠিক উত্তর: ()
৯৫. ভাষার কোন রীতি তদ্ভব শব্দ বহুল?
) সাধু রীতি
) আঞ্চলিক কথ্য রীতি
) সাধু এবং চলিত উভয় রীতি
) চলিত রীতি
সঠিক উত্তর: ()
৯৬. চাহিদাশব্দটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে?
) পর্তুগিজ
) চীনা
) পাঞ্জাবি
) তুর্কি
সঠিক উত্তর: ()
৯৭. কোনটি তদ্ভব শব্দ?
) কুলা
) চাবি
) চাকর
) চামার
সঠিক উত্তর: ()
৯৮. ভাষার কোন রীতিতে বৈচিত্র্য লক্ষ করা যায়?
) সাধুরীতি
) চলিত রীতি
) আঞ্চলিক রীতি
) প্রমিত রীতি
সঠিক উত্তর: ()
৯৯. সাহিত্যের একমাত্র কোন মাধ্যমটিতে ভাষারীতির মিশ্রণ দূষণীয় নয়?
) উপন্যাসে
) নাটকে
) গল্পে
) কবিতায়
সঠিক উত্তর: ()
১০০. গুরুচন্ডালী দোষকাকে বলে?
) সাধু চলিত রীতির মিশ্রণকে
) চলিত আঞ্চলিক রীতির মিশ্রণকে
) সাধু আঞ্চলিক রীতির মিশ্রণকে

) চলিত উপভাষার মিশ্রণকে
সঠিক উত্তর: ()

, , , , , , , , , , , , , , , , , ,

Similar Posts :

0 comments :

পোষ্টের ধরন

আমাদের ফ্যান পেজ লাইক করুন

ইসলামিক রিসার্চ সমৃদ্ধ ফ্যান পেজ

বর্তমান পরিদর্শকের মোট সংখ্যা

205602

Subscribe to Newsletter

We'll never share your Email address.
© 2018 Eqra Coaching. Eqra Designed by Bloggertheme9. Powered by Eqra.

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *