২ ফেব্রুয়ারী, ২০১৮

Number,,,,,,, Changing Number- বচন ও বচনের পরিবর্তন

Eqra Coaching     ফেব্রুয়ারী ০২, ২০১৮     No comments

Number,,,, Changing Number- বচন ও বচনের পরিবর্তন

Number,,,,,,, Changing Number- বচন ও বচনের পরিবর্তন
Number:

Number বলতে সাধারন অর্থে সংখ্যাকে বুঝায়। Grammar এর ভাষায়, যা দ্বারা কোন গণনাবাচক noun বা pronoun এর একমাত্রিক বা বহুমাত্রিক অবস্থাকে বুঝানো হয় তাকে Number বা বচন বলে।

Types of Number:

Number সাধারনত দুই প্রকার। যথা –
  • Singular number
  • Plural number

Singular Number:

যা দ্বারা কোন গণনাবাচক noun বা pronoun এর একক মাত্রাকে বোঝায় তাকে Singular number বা একবচন বলে।
Example:- Book, Brother, Cow, Tree, etc.

Plural number:

যা দ্বারা কোন গননাবাচক noun বা pronoun এর বহুমাত্রিক অবস্থাকে বোঝায় তাকে Plural number বা বহুবচন বলে।
Example:- Books, Brothers, Cows, Trees, etc.

Singular number কে Plural Number এ পরিবর্তন করার নিয়ম-

Rule 1:
সাধারনত Singular Noun এর শেষে ‘s’ যোগ করে Plural করতে হয় -
SingularPlural
Cow cows
BoyBoys
GirlGirls
CatCats
HouseHouses
HandHands
EyeEyes
TigerTigers
DeskDesks

Rule 2:
Singular Noun এর শেষে s, ss, sh, x, বা z থাকলে এবং শেষের ch এর উচ্চারণ ‘চ’ এর মত হলে ঐ সব Noun এর শেষে es যোগ করে Plural করতে হয়।
SingularPlural
BusBuses
ClassClasses
BrushBrushes
BushBushes
BoxBoxes
BrunchBrunches
InchInches
WatchWatches
Matchmatches

ব্যতিক্রম 
Singular Noun এর  শেষের ‘ch’ এর উচ্চারণ ‘চ’ এর মত না হয়ে ‘ক’ এর মত হলে ‘es’ যোগ না হয়ে শুধু ‘s’ যোগ হয়ে Plural হবে। যেমন –
SingularPlural
StomachStomachs
PatriarchPatriarchs
MonarchMonarchs

Rule 3:
Singular Noun এর শেষ বর্ণটি ‘o’ হলে এবং তার পূর্বের বর্ণটি consonant হলে ঐ noun এর শেষে ‘es’ যোগ করে plural করতে হয়। যেমন
SingularPlural
MangoMangoes
PotatoPotatoes
HeroHeroes
NegroNegroes
CargoCargoes
VolcanoVolcanoes
BuffaloBuffaloes

 ব্যতিক্রম 
কিন্তু কিছু noun এর শেষে ‘o’ এবং ‘o’ এর পূর্বে consonant থাকা সত্ত্বেও সেগুলোর শেষে ‘s’ যোগ করে plural করতে হয়।
SingularPlural
PhotoPhotos
SoloSolos
PianoPianos
CantoCantos

, , , , , , , , , , , , , , ,

0 comments :

পোষ্টের ধরন

আমাদের ফ্যান পেজ লাইক করুন

ইসলামিক রিসার্চ সমৃদ্ধ ফ্যান পেজ

বর্তমান পরিদর্শকের মোট সংখ্যা

Subscribe to Newsletter

We'll never share your Email address.
© 2018 Eqra Coaching. Eqra Designed by Eqra. Powered by Eqra.