২৩ ফেব্রুয়ারী, ২০১৮

কম্পিউটার সংক্রান্ত কিছু সাধারণ জ্ঞান

Eqra Coaching     ফেব্রুয়ারী ২৩, ২০১৮     No comments

কম্পিউটার সংক্রান্ত কিছু সাধারণ জ্ঞান
The General Knowledge on Computer



কম্পিউটার সংক্রান্ত কিছু সাধারণ জ্ঞান➺ কম্পিউটার একটি- হিসাবযন্ত্র।
➺ অাধুনিক কম্পিউটারেরর বৈশিষ্ট্য হচ্ছে — বৃহৎ স্মৃতির অাধার, দ্রুত গতিতে প্রশ্ন সমাধান, ভ্রমশূন্য ফলাফল।
➺ কম্পিউটারে কোনটি নেই — বুদ্ধি ও বুদ্ধি বিবেচনা শক্তি।
➺ কম্পিউটারে কাজের গতি কী দ্বারা প্রকাশ করা হয়? — ন্যানোসেকেন্ড।
➺ ন্যানোসেকেন্ড হলো — এক সেকেন্ডের এক কোটি ভাগের একভাগ।
➺ একটি যোগ করতে কম্পিউটারের ৫০ ন্যানো সেকেন্ড সময় লাগলে সেকেন্ডে এটা কতটি যোগ করতে পারবে? — ২ কোটি।
➺ কম্পিউটার প্রোগ্রামে, একই নির্দেশনা বারবার সম্পন্ন করার প্রক্রিয়াকে বলে — লুপিং।
➺ অ্যাবাকস কী? — এক প্রকার গণনা যন্ত্র।
➺ বিশ্বের প্রথম গণনাকারী যন্ত্র কোনটি? — অ্যাবাকাস।
➺ শূন্য সংখ্যার অাদি ধারণা কাদের — ভারতীয়দের।
➺ লগারিদেম প্রবর্তন করেন — জন নেপিয়ার।
➺ প্রথম যান্ত্রিক কম্পিউটার তৈরি করেন — লাইবনিৎস।
➺ কম্পিউটার কে অাবিষ্কার করেন? — হাওয়র্ড এইকিন।
➺ বিশ্বের প্রথম ইলেকট্রিক কম্পিউটার — ENIAC
➺ অাধুনিক কম্পউটারের জনক — জন ভ্যান নিউম্যান
➺ বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি? — ইউনিভ্যাক।
➺ ইলেকট্রনিকের শুরু হয় — ট্রানজিস্টর অাবিস্কারের সময় থেকে।
➺ ট্রানজিস্টর উদ্ভাবিত হয় — ১৯৪৮ সালে।
➺ ট্রানজিস্টর তৈরি করতে প্রয়োজন হয় — অর্ধপরিবাহী।
➺ ট্রানজিস্টরে ব্যবহৃত সেমিকন্ডাক্টরের নাম কি? — সিলিকন।
➺ ট্রানজিস্টর ও মাইক্রোসার্কিট প্রস্তুতিতে কোনটি ব্যবহৃত হয় — সিলিকন।
➺ সিলিকনের ব্যবহার কোন শিল্পে বেশি — ইলেকট্রনিক
➺ ট্রানজিস্টর সেমিকন্ডাক্টর হিসেবে ব্যবহৃত হয় — জার্মেনিয়াম।
➺ সাধারণত ট্রানজিস্টরের কাজ — বিবর্ধক হিসেবে।
➺ Chips are made up of millions of tiny parts/switches known as — Transistors.
➺ What natural element is the primary ingredient in computer chips? — Silicon.
➺ কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে — সিলিকন।
➺ অাধুনিক কম্পিউটারের দ্রুত অগোগতির মূলে রয়েছে — ইন্টিগ্রেটেড সার্কিট।
➺ ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক বর্তনী হলো অতি — ছোট ছোট টুকরা সিলিকনের টুকরার উপর তৈরি অতি ক্ষুদ্র বর্তনী।
➺ IC উদ্ভাবন করেন — জে এস কেলবি।
➺ What is the other name for a chips? — IC
➺ IC চিপ দিয়ে প্রথম কম্পিউটার — IBM system 360
➺ কোন সালে মাইক্রোপ্রসেসর অাবিস্কৃত হয়?— ১৯৭১ সালে।
➺ বিশ্ব বিখ্যাত কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান অাইবিএমকে বলা হয় — বিগ ব্লু।
➺ কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান কোনটি? — মাইক্রোসফট।
➺ Who is the legend of computer world — Bill Gates
➺ বিল গেটস এর সাথে মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা কে ছিলেন? — পল অ্যালান।
➺ মাইক্রোসফট এর বর্তমান CEO? — সত্য নাদেলা
➺ নিচের কোনটি মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম? — MS DOS
➺ Where us the headquarters of Intel located? — Santa Clara, California.
➺ Apple প্রযুক্তির সাথে কোন ব্যক্তির নাম জড়িত — স্টিভ জবস।
➺ Oracle Corporation এর প্রতিষ্ঠাতা কে? — Lawrence J. Ellison
➺ বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার যাদুঘরটি অবস্থিত — যুক্তরাষ্ট্রে।
➺ পৃথিবীর প্রথম ও একমাত্র কম্পিউটার জাদুঘর কোথায় অবস্থিত? — নিউইয়র্ক।
➺ বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার — অাইবিএম ১৬২০ সিরিজ
➺ বাংলাদেশের প্রথম ডিজিটাল কম্পিউটার পত্রিকার নাম কি? — কম্পিউটার জগৎ।
➺ বাংলাদেশে সর্বপ্রথম ইন্টারনেট সিস্টেম চালুর সন — ১৯৯৬
➺ বাংলাদেশে প্রথম ইন্টারনেট ভিত্তিক এজেন্সি হচ্ছে — BD News
➺ কম্পিউটারের জনক — হাওয়ার্ড এইকিন।
➺ অাধুনিক কম্পউটারের জনক — জন ভন নিউম্যান
➺ মাইক্রো কম্পিউটারের জনক — হেনরি এডওয়ার্ড রবাট।
➺ প্রথম ইলেকট্রনিক কম্পিউটার — মার্ক-১
➺ বাইনারী গণিতভিত্তিক প্রথম ইলেকট্রনিক কম্পিউটার — ABC
➺ প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটার — ENIAC-1
➺ প্রোগ্রাম নিয়ন্ত্রিত প্রথম ইলেকট্রোমেকানিক্যাল কম্পিউটার — Z3
➺ প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার — এডস্যাক
➺ বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটার — ইউনিভ্যাক-১
➺ বাণিজ্যিকভাবে সফল প্রথম সুপার কম্পিউটার — সিডিসি-৬৬০০
➺ ট্রানজিস্টর ভিত্তিক প্রথম কম্পিউটার — TX-O
➺ ট্রানজিস্টর ভিত্তিক মিনি কম্পিউটার — পিডিপি-৮
➺ ইন্ট্রিগ্রেটেড সার্কিট ভিত্তিক প্রথম কম্পিউটার — B2500 এবং B3500
➺ IC টিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার — IBM system 360
➺ মাইক্রোপ্রসেসর ভিত্তিক প্রথম কম্পিউটার — এ্যালটেয়ার ৮৮০
➺ Older computers were — Analog.
➺ এনালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গঠিত হয় — হাইব্রিড কম্পিউটার।
➺ সবচেয়ে দ্রুতগতির কম্পিউটার কোনটি? — সুপার কম্পিউটার।
➺ সুপার কম্পিউটার মেইনফ্রেম কম্পিউটারের চেয়ে — বেশি শক্তিশালী।
➺ সুপার কম্পিউটার বলতে ঐ সকল কম্পিউটারকে বোঝায় যাদের — প্রতি সেকেন্ডে বিলিয়ন হিসাব করতে সক্ষম।
➺ কোন ধরনের কম্পিউটারকে মধ্যম সারির কম্পিউটারও বলা হয়? — মিনি কম্পিউটার
➺ The term PC means — Personal Computer.
➺ পৃথিবীতে কোন প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানী এটি করে? — এপসন ১৯৮১
➺ বাংলাদেশে তৈরি ল্যাপটপ — দোয়েল।
➺ PCMCIA represents a standard for — Notebook.
➺ প্রথম প্রজন্মের কম্পিউটারে ব্যবহার হয় — বায়ুশূন্য ভাল্ব।
➺ কোন প্রজন্মের কম্পিউটারে প্রথম অাইসি ব্যবহার করা হয় — তৃতীয় প্রজন্ম।
➺ VLSI কথাটি হলো — Very Large Scale Integration
পঞ্চম প্রজন্মের কম্পিউটারের প্রধান বিশেষত্ব — কৃত্রিম বুদ্ধিমত্তা।
তথ্য সংগ্রহ - ইন্টারনেট 

0 comments :

পোষ্টের ধরন

আমাদের ফ্যান পেজ লাইক করুন

ইসলামিক রিসার্চ সমৃদ্ধ ফ্যান পেজ

বর্তমান পরিদর্শকের মোট সংখ্যা

205377

Subscribe to Newsletter

We'll never share your Email address.
© 2018 Eqra Coaching. Eqra Designed by Bloggertheme9. Powered by Eqra.

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *