২৬ মার্চ, ২০১৮

এসএসসি পরীক্ষার্থীদের জন্য ভূগোল নৈর্ব্যত্তিক ৫.১

Eqra Coaching     মার্চ ২৬, ২০১৮     No comments


এসএসসি পরীক্ষার্থীদের জন্য ভূগোল নৈর্ব্যত্তিক ৫.১

৫ম অধ্যায় (বায়ুমন্ডল 
সর্বমোট প্রশ্ন সংখ্যা ১০২
১ম পর্ব (প্রশ্ন ০১-৫০)


এসএসসি পরীক্ষার্থীদের জন্য ভূগোল নৈর্ব্যত্তিক ৫.১
নিচের কোনটি স্ট্রাটোমন্ডলের বৈশিষ্ট্য-
i. জলীয় বাষ্প থাকে
ii. অতি সূক্ষ্ম ধূলিকণা থাকে
iii. আবহাওয়া শান্ত থাকে
নিচের কোনটি সঠিক?
) i  ii
) i  iii
) ii  iii
) i, ii  iii
সঠিক উত্তর: ()

ট্রাটোমন্ডল  মেসোমন্ডলের মধ্যবর্তী অঞ্চলে তাপমাত্রার স্থিতাবস্থাকে কী বলে?
স্ট্রাটোবিরতি
স্টাটোমন্ডল
তাপমন্ডল
এক্সোমন্ডল
সঠিক উত্তর: ()

তাপমন্ডলের উপরে প্রায় ৭৫০ কিলোমিটার পর্যন্ত যে বায়ুস্তর আছে তাকে কী বলে?
ট্রপোমন্ডল
স্ট্রাটোমন্ডল
চৌম্বকমন্ডল
এক্সোমন্ডল
সঠিক উত্তর:

আদ্র বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কতটুকু?
- ভাগ
- ভাগ
-১০ ভাগ
-১০ ভাগ
সঠিক উত্তর: ()

বায়ুমন্ডলে নাইট্রোজেন শতকরা কত ভাগ?
৭৮ ভাগ
৭৭ ভাগ
৭৬ ভাগ
২১ ভাগ
সঠিক উত্তর: ()

ভূপৃষ্ঠ থেকে পাঠানো বেতার তরঙ্গ কোন স্তরে বাধা পায়?
স্ট্রাটোমন্ডল
মেসোমন্ডল
ট্রপোমন্ডল
আয়নমন্ডল
সঠিক উত্তর: ()

সমগ্র বায়ুমন্ডলের ওজনের প্রায় কত ভাগ ট্রপোমন্ডল স্তর বহন করে?
৭৩ ভাগ
৭৪ ভাগ
৭৫ ভাগ
৭৬ ভাগ
সঠিক উত্তর: ()

সাধারণত ,০০০ মিটার উচ্চতায় কতটুকু তাপমাত্রা হ্রাস পায়?
৫০ সেলসিয়াস
৬০ সেলসিয়াস
৭০ সেলসিয়াস
৮০ সেলসিয়াস
সঠিক উত্তর: ()

বৈশিষ্ট্য  প্রকৃতি অনুসারে স্বাভাবিক বৃষ্টিপাতকে কয় ভাগে ভাগ করা যায়?
 ভাগে
 ভাগে
 ভাগে
 ভাগ
সঠিক উত্তর: ()

১০বায়ুমন্ডলের কোন স্তরে মধ্যবর্তী অঞ্চলে তাপমাত্রার স্থিতাবস্থাকে স্ট্রাটোবিরতি বলে?
i. স্ট্রাটোমন্ডল
ii. মেসোমন্ডল
iii. চৌম্বকমন্ডল
নিচের কোনটি সঠিক?
) i  ii
) i  iii
) ii  iii
) i, ii  iii
সঠিক উত্তর: ()

১১এক্সোমন্ডল কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত?
৬৫০ কিলোমিটার
৭৫০ কিলোমিটার
৫৫০ কিলোমিটার
৮৫০ কিলোমিটার
সঠিক উত্তর: ()

১২সাধারণত কত থেকে কত বছরের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলে?
১০-১২
-১০
২০-৩০
৩০-৪০
সঠিক উত্তর: ()

১৩বায়ুমন্ডলে অক্সিজেনের পরিমাণ কত ভাগ?
২০ ভাগ
২১ ভাগ
২২ ভাগ
৭৬ ভাগ
সঠিক উত্তর: ()

১৪অধিকাংশ উল্কা কোন স্তরের মধ্যে এসে পুড়ে যায়?
ট্রপোমন্ডল
স্ট্রাটোমন্ডল
তাপমন্ডল
মেসোমন্ডল
সঠিক উত্তর: ()

১৫স্টাটোবিরতির উপরে প্রায় কত কিমিপর্যন্ত মেসোমন্ডল বিস্তৃত?
৫০ কিমি.
৬০ কিমি.
৭০ কিমি.
৮০ কিমি.
সঠিক উত্তর: ()

১৬এক্সোমন্ডলে কোন গ্যাসের প্রধান্য বেশি?
নাইট্রোজেন  অক্সিজেন
আরগন  কার্ব নাই-অক্সাইড
জেনন  মিথেন
হিলিয়াম  হাইড্রোজেন
সঠিক উত্তর: ()

১৭ট্রপোমন্ডল র্ভপৃষ্ঠ থেকে মেরু অঞ্চলে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত?
- কিলোমিটার
১২-১৪ কিলোমিটার
১৬-১৮ কিলোমিটার
১০-১২ কিলোমিটার
সঠিক উত্তর: ()

১৮বায়ুর বাষ্প ধারণ করার সীমা কোনটির ওপর নির্ভরশীল?
তাপের
উষ্ণতায়
শিশিরাঙ্গের
আর্দতার
সঠিক উত্তর: ()

১৯নিচের কোনটি বৃষ্টিপাতের কারণ?
i. সূর্যের উত্তাপ
ii. বাতাসের জলীয় বাষ্পের উপস্থিতি
iii. বায়ুমন্ডলের উচ্চতা হ্রাস পাওয়া
নিচের কোনটি সঠিক?
) i
) ii
) i  ii
) ii  iii
সঠিক উত্তর: ()

২০কোনো একটি নির্দিষ্ট স্থানের বায়ুর তাপচাপআদ্রতামেঘাচ্ছন্নতাবৃষ্টিপাত  বায়ুপ্রবাহের দৈনন্দিন সামগ্রিক অবস্থাকে সেই দিনের কী বলে?
আবহওয়া
জলবায়ু
বৃষ্টিপাত
বায়ুপ্রবাহ
সঠিক উত্তর: ()

২১ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় কত কিমিপর্যন্ত বায়ুমন্ডল বিস্তৃত?
১০০০ কিমি.
১০০০০ কিমি.
১০০০০০ কিমি.
২০০০০ কিমি.
সঠিক উত্তর: ()

২২বায়ুমন্ডলকে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে পর্যায়ক্রমে কয়টি স্তরে ভাগ করা হয়?
৪টি
৫টি
৬টি
৩টি
সঠিক উত্তর: ()

২৩কোনটি মহাদেশীয় জলবায়ুর বৈশিষ্ট্য?
দ্রুত উষ্ণ হয়
দ্রুত ঠান্ডা হয়
ধীরে ধীরে ঠান্ডা হয়
   উভয়ই
সঠিক উত্তর: ()

২৪হিমাঙ্ক বলতে কোনটিকে বোঝায়?
) 250C
) 380C
) 40C
) 00C
সঠিক উত্তর: ()

২৫কোন স্তর থা থাকলে সূর্য থেকে মারাত্মক অতিবেগুনি রশ্মি বায়ুমন্ডলে প্রবেশ করে প্রানিকুল বিনষ্ট করত?
চৌম্বকস্তর
ওজন স্তর
আয়ন স্তর
বায়ুর স্তর
সঠিক উত্তর: ()

২৬বায়ুমন্ডলের সবচেয়ে উপরের স্তরের নাম কী?
এক্সোমন্ডল
চৌম্বকমন্ডল
স্ট্রাটোমন্ডল
তাপমন্ডল
সঠিক উত্তর: ()

২৭বায়ুর উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোনটি ঘটে?
জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা হ্রাস পায়
শুষ্কতা বৃদ্ধি পায়
জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা বৃদ্ধি পায়
জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা সমান থাকে
সঠিক উত্তর: ()

২৮আবহাওয়া  জলবায়ুর উপাদান কোনটি?
i. বায়ুপ্রবাহ
ii. বারিপাত
iii. বায়ুর আর্দ্রতা
নিচের কোনটি সঠিক?
) i  ii
) i  iii
) ii  iii
) i, ii  iii
সঠিক উত্তর: ()

২৯নিচের কোনটি বারিপাতের অন্তর্ভুক্ত?
i. তুহিন
ii. তুষার
iii. কুয়াশা
নিচের কোনটি সঠিক?
) i  ii
) i  iii
) ii  iii
) i, ii  iii
সঠিক উত্তর: ()

৩০নিচের কোন ক্যাটাগরিতে বাংলাদেশ বৈশ্বিক ঝুঁকির অন্তর্ভুক্ত?
কৃষিক্ষেত্রে অনিশ্চয়তা
ভূমিকম্প
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি
মরুকরণ
সঠিক উত্তর: ()

৩১ট্রপোমন্ডল স্তরে কী সৃষ্টি হয়?
i. মেঘ
ii. তুষারপাত
iii. কুয়াশা
নিচের কোনটি সঠিক?
) i  ii
) i  iii
) ii  iii
) i, ii  iii
সঠিক উত্তর: ()

৩২কোনটি বায়ুমন্ডলের সবচেয়ে নিচের স্তর?
ট্রপোমন্ডল
স্ট্রাটোমন্ডল
মেসোমন্ডল
তাপমন্ডল
সঠিক উত্তর: ()

৩৩পানি কয়টি অবস্থায় থাকতে পারে?
ছয়
পাঁচ
চার
তিন
সঠিক উত্তর: ()

৩৪স্ট্রাটোমন্ডলের বৈশিষ্ট্য হলএটি-
i. আর্দ্র বায়ুযুক্ত
ii. বিমান চলাচলের উপযোগী
iii. অতিবেগুনি রশ্মি শোষণে সক্ষম
নিচের কোনটি সঠিক?
) i  ii
) i  iii
) ii  iii
) i, ii  iii
সঠিক উত্তর: ()

৩৫কোনো একটি অঞ্চলের সাধারণত ৩০-৪০ বছরের গড় আবহাওয়ার অবস্থাকে কী বলে?
আবহাওয়া
জলবায়ু
বৃষ্টিপাত
বায়ুপ্রবাহ
সঠিক উত্তর: ()

৩৬কোন ধরনের বৃষ্টিতে শিশিরাঙ্কের সৃষ্টি হয়?
পরিচলন বৃষ্টি
শৈলোক্ষেপ
ঘূর্ণিবাতজনিত বৃষ্টি
সংঘর্ষ বৃষ্টি
সঠিক উত্তর: ()

৩৭বায়ুমন্ডলের বিভিন্ন স্তর না থাকলে পৃথিবী কী হতো?
শূন্যতায় পর্যবসিত হতো
জীবজন্তুহীন হয়ে পরতো
বায়ুহীন হতো
বরফাচ্ছন্ন হয়ে পরতো
সঠিক উত্তর: ()

৩৮কোন সময় মহাদেশীয় বায়ু বেশি প্রবাহিত হয়?
গ্রীষ্মকালে
শীতকালে
বর্ষাকালে
বসন্তকালে
সঠিক উত্তর: ()

৩৯বায়ু যে উষ্ণতায় জলীয় বাষ্পরূপে ঘনীভূত হয় তাকে কী বলে?
শিশিরাঙ্ক
আদ্রতা
হিমাঙ্ক
অভিস্রবণ
সঠিক উত্তর: ()

৪০বায়ুর আদ্রতা কোনটি দ্বারা পরিমাপ করা হয়?
স্পেরোমিটার
ফেরোমিটার
হাইগ্রোমিটার
হাইড্রোমিটার
সঠিক উত্তর: ()

৪১প্রোটন  ইলেকট্রনের চৌম্বকীয় ক্ষেত্রে কোন স্তর সৃষ্টি হয়?
এক্সোমন্ডল
আয়নমন্ডল
স্ট্রাটোমন্ডল
চৌম্বকমন্ডল
সঠিক উত্তর: ()

৪২নাতিশীতোষ্ণ মন্ডলে কখন পরিচলন বৃষ্টি মুরু হয়?
শীতের শেষে
বর্ষার শুরুতে
বর্ষার শেষে
গ্রীষ্মের শুরুতে
সঠিক উত্তর: ()

৪৩বায়ুমন্ডলের স্তরগুলোর মধ্যে সমমন্ডলের অন্তর্ভুক্ত কোনটি?
i. তাপমন্ডল
ii. স্টাটোমন্ডল
iii. মেসোমন্ডল
নিচের কোনটি সঠিক?
) i  ii
) i  iii
) ii  iii
) i, ii  iii
সঠিক উত্তর: ()

৪৪কোন স্তর থেকে বৃষ্টিপাত হয়?
ট্রপোমন্ডল
স্ট্রাটোমন্ডল
তাপমন্ডল
এক্সোমন্ডল
সঠিক উত্তর: ()

৪৫কোন মন্ডল ছাড়া শস্য  বনভূমির জন্য প্রয়োজনীয় বৃষ্টি হতো না?
চৌম্বকমন্ডল
স্ট্রাটোমন্ডল
ট্রপোমন্ডল
এক্সোমন্ডল
সঠিক উত্তর: ()

৪৬কোনটি দ্বারা বৃষ্টিপাত পরিমাপ করা হয়?
স্পেরোমিটার
হাইড্রোমিটার
বৃষ্টিমান যন্ত্রের
রিকটার স্কেল
সঠিক উত্তর: ()

৪৭কোনটির উপর সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়?
অক্ষরেখা
মধ্যরেখা
নিরক্ষরেখা
কোনোটিই নয়
সঠিক উত্তর: ()

৪৮তুন্দা জলবায়ু অঞ্চলে গাড়ি টানবার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়?
i. শ্বেত ভল্লুক
ii. বলগা হরিণ
iii. কুকুর
নিচের কোনটি সঠিক?
) i
) ii
) i  iii
) ii  iii
সঠিক উত্তর: ()

৪৯শৈলোক্ষেপ বৃষ্টির ক্ষেত্রে-
i. উঁচু পর্বতশ্রেণিতে বাধা পায়
ii. বায়ু উপরের দিকে ওঠে
iii. প্রতিবাত ঢালে বৃষ্টিপাত হয়
নিচের কোনটি সঠিক?
) i
) ii
) i  ii
) i, ii  iii
সঠিক উত্তর: ()

৫০স্ট্রাটোমন্ডলের ওপরের স্তর থেকে প্রায় ৮০ কিলোমিটার পর্যন্ত উষ্ণতা দ্রুত হ্রাস পায়। ৮০ কিলোমিটার পর-
উষ্ণতা কমতে থাকে
উষ্ণতা অল্প মাত্রায় কমতে থাকে
উষ্ণতা দ্রুত কমতে থাকে
উষ্ণতা বাড়তে থাকে
সঠিক উত্তর: ()

, , , , ,

0 comments :

পোষ্টের ধরন

আমাদের ফ্যান পেজ লাইক করুন

ইসলামিক রিসার্চ সমৃদ্ধ ফ্যান পেজ

বর্তমান পরিদর্শকের মোট সংখ্যা

Subscribe to Newsletter

We'll never share your Email address.
© 2018 Eqra Coaching. Eqra Designed by Eqra. Powered by Eqra.