২৪ ফেব্রুয়ারী, ২০১৮

স্বরচিত কবিতা (জীবনের কাঠগড়ায়)

Eqra Coaching     ফেব্রুয়ারী ২৪, ২০১৮     2 comments


জীবনের কাঠগড়ায়,
                                                              এস, আর লোটাস

স্বরচিত কবিতা (জীবনের কাঠগড়ায়)


জীবনের কাঠগড়ায় নিজেকে দাঁড় করালাম আজ,
দেখি হাজারো ফাঁসির রায় আমার জন্য,
ক'টাতেই বা আপিল করা যেত নিজেকে নির্দোষ করতে,
হত কি আর লঘু শাস্তি আমার? হতেম ধন্য।
আজ নিজেই বিচারপতি, নিজের বিচারক নিজেই,
তবু কেন পারছি না বাঁচাতে মোরে? 

রায়ের পাতায় কারচুপি করে কিংবা মিথ্যা স্বাক্ষী জুটিয়ে,
বাঁচাতে কি আর পারব না আমারে?
চড়মভাবে ফেঁসে গেছি আজ এ কাঠে গড়া কেবিনে,
বাদী-বিবাদী নেই শুধু রায় প্রণয়নকারী আমি,
নিজের মনকে পক্ষের উকিল করে বিবেককে করেছি জাজ,
কেউ নেই পাশে যারা ছিল মোর মঙ্গলকামী।
পক্ষের উকিল'ই আজ দোষগুলোকে উম্মোচিত করে,
বলে, "তুই দোষী, ফাঁস থেকে নিস্তার নেই তোর"-
সে কি আর সাধারণ ফাঁস? আমৃত কারাবাস,
চারিদিকে বিভৎস জানোয়ার সে কি ঘোর।
নিজেকে বাঁচানোর পথরুদ্ধ, নেই আত্নশুদ্ধির পথ,
শুধু প্রার্থনা জপি, ফিরে যাই, ফিরে যাই,
সূযোগ পেলে শুধরিয়ে নিতাম পুনঃবারে,
তা নেই আর, সামনে শুধু বিপথের বিপদ।

,
2
replies

পোষ্টের ধরন

আমাদের ফ্যান পেজ লাইক করুন

ইসলামিক রিসার্চ সমৃদ্ধ ফ্যান পেজ

বর্তমান পরিদর্শকের মোট সংখ্যা

Subscribe to Newsletter

We'll never share your Email address.
© 2018 Eqra Coaching. Eqra Designed by Eqra. Powered by Eqra.