২৫ মার্চ, ২০১৮

এসএসসি পরীক্ষার্থীদের জন্য জীব বিজ্ঞান নৈর্ব্যত্তিক -১.১

Eqra Coaching     মার্চ ২৫, ২০১৮     No comments

এসএসসি পরীক্ষার্থীদের জন্য জীব বিজ্ঞান নৈর্বত্তিক -১.১
১ম অধ্যায় (জীবন পাঠ)
  সর্বমোট প্রশ্ন সংখ্যা ৩২৯ 
১ম পর্ব (প্রশ্ন ০১-৫০)




নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান নৈর্ব্যত্তিক -১

১. অ্যারিস্টটল ছিলেন?

ক) দার্শনিক

খ) চিকিৎসক
গ) শিক্ষক
ঘ) সাহিত্যিক
সঠিক উত্তর: (ক)
২. প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের সম্পর্ক বিষয়ক বিজ্ঞানকে কী বলে?
ক) Agriculture
খ) Soil science
গ) Embryology
ঘ) Ecology
সঠিক উত্তর: (ঘ)
৩. পৃথিবীর প্রথম জীবের আগমনের পূর্বে কোন বিজ্ঞানের প্রেক্ষাপট তৈরি হয়েছিল?
ক) উদ্ভিদবিজ্ঞান
খ) প্রাণিবিজ্ঞান
গ) প্রকৃতি বিজ্ঞান
ঘ) জীববিজ্ঞান
সঠিক উত্তর: (ঘ)
৪. রক্ত সংবহনতন্ত্র পেশিতে রক্তের মাধ্যমে জোগান দেয়-
i. অক্সিজেন
ii. পুষ্টি
iii. খাদ্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৫. কেমোসিনথেটিক বা ফটোসিনথেটিক পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে কোন রাজ্যের জীব?
ক) মনেরা
খ) প্রোটিস্টা
গ) ফাইজাই
ঘ) প্লানটি
সঠিক উত্তর: (ক)
৬. জীববিজ্ঞানের জনক কে?
ক) লিনিয়াস
খ) অ্যারিস্টটল
গ) থিওফ্রাসটাস
ঘ) ডাল্টন হুকার
সঠিক উত্তর: (খ)
৭. ক্যারোলাস লিনিয়াস তার Systema Naturac নামক গ্রন্থে-
i. দ্বিপদ নামকরণ নীতি প্রবর্তন করেন
ii. গণ ও প্রজাতির সংজ্ঞা দেন
iii. জীবজগতকে ৫টি রাজ্যে ভাগ করেন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮. এদের বৈশিষ্ট্য হলো-
i. ক্লোরোপ্লাস্ট বর্তমান
ii. কোষ বিভাজন মিয়োসিস
iii. খাদ্য গ্রহণ শোষণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৯. Whittaker Five kingdom-এর প্রস্তাব করেন কত সালে?
ক) ১৯৮৫ সালে
খ) ১৯৭৫ সালে
গ) ১৯০৩ সালে
ঘ) ১৯৬৯ সালে
সঠিক উত্তর: (ঘ)
১০. অ্যারিস্টটল খ্রীষ্টপূর্ব কত সালে জন্ম গ্রহণ করেন?
ক) ৩৮১
খ) ৩৮২
গ) ৩৮৩
ঘ) ৩৮৪
সঠিক উত্তর: (ঘ)
১১. কোনটি এককোষী প্রোক্যারিওটিক জীব?
ক) Protista
খ) Plantae
গ) Monera
ঘ) Animalia
সঠিক উত্তর: (গ)
১২. শ্রেণিবিন্যাসের মৌলিক একক কোনটি?
ক) গণ
খ) গোত্র
গ) উপ-প্রজাতি, গণ, গোত্র
ঘ) প্রজাতি
সঠিক উত্তর: (ঘ)
১৩. বনসম্পদ ব্যবস্থাপনা ও সংরক্ষণ সম্পর্কিত বিজ্ঞান কোনটি?
ক) ফিশারিজ
খ) মৃত্তিকা বিজ্ঞান
গ) ফরেস্ট্রি
ঘ) বায়োকেমিস্ট্রি
সঠিক উত্তর: (গ)
১৪. Nymphea nouchali কোন পরিবেশে জন্মায়?
ক) স্থলজ পরিবেশে
খ) জলজ পরিবেশে
গ) মরুজ পরিবেশে
ঘ) লবণাক্ত জলজ পরিবেশে
সঠিক উত্তর: (খ)
১৫. টমাস কেভলিয়ার কত সালে প্রোটিস্টা জগতকে ভাগ করেন?
ক) ২০০১
খ) ২০০২
গ) ২০০৩
ঘ) ২০০৪
সঠিক উত্তর: (ঘ)
১৬. অ্যানিম্যালিয়া রাজ্যভুক্ত জীবদের অনন্য বৈশিষ্ট্য কোনটি?
ক) বহুকোষী
খ) হেটাট্রাফিক
গ) প্লাস্টিডহীন
ঘ) ভ্রূণস্তর সৃস্টি
সঠিক উত্তর: (গ)
১৭. জীবের প্রাণ রাসায়নিক কার্য প্রণালি, রোগ ইত্যাদি কোন শাখার আলোচ্য বিষয়?
ক) Physiology
খ) Chemistry
গ) Biochemistry
ঘ) Biotechnology
সঠিক উত্তর: (গ)
১৮. বহুকোষী শৈবালের বৈশিষ্ট্য কোনটি?
ক) খাদ্য গলাধঃকরণ করে
খ) এককোষী জীব
গ) এরা উদ্ভিদ বা প্রাণী নয়
ঘ) নিজে খাদ্য তৈরি করতে পারে
সঠিক উত্তর: (ঘ)
১৯. ফানজাই রাজ্যের জীবগুলো-
i. মৃতজীজী ও পরজীবী
ii. কাইটিন বস্তু দিয়ে গঠিত কোষপ্রাচীরবিশিষ্ট
iii. সালোকসংশ্লেষণে সক্ষম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২০. তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় জীববিজ্ঞানের কোন শাখায়?
ক) ভৌত জীববিজ্ঞান
খ) ফলিত জীববিজ্ঞান
গ) উদ্ভিদবিজ্ঞান
ঘ) প্রাণিবিজ্ঞান
সঠিক উত্তর: (ক)
২১. কোষের গঠন, কার্যাবলি ও বিভাজন সম্পর্কে কোন শাখায় আলোচনা করা হয়?
ক) Morphology
খ) Anatolmy
গ) Histology
ঘ) Cytology
সঠিক উত্তর: (ঘ)
২২. কেভলিয়ার স্মিথ জীবজগৎকে মোট কয়টি রাজ্যে ভাগ করেছেন?
ক) ৬
খ) ৫
গ) ৪
ঘ) ৩
সঠিক উত্তর: (ক)
২৩. কোন বিজ্ঞানে জীবনহীন পদার্থের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়?
ক) ভৌত বিজ্ঞানে ও জড়বিজ্ঞানে
খ) পরিবেশ বিজ্ঞানে
গ) জীববিজ্ঞানে ও জড়বিজ্ঞানে
ঘ) কৃষি বিজ্ঞানে ও ভৌত বিজ্ঞানে
সঠিক উত্তর: (ক)
২৪. টমাস কেভলিয়ার কোন বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন?
ক) অক্সফোর্ড
খ) স্টামফোর্ড
গ) নিউইয়র্ক
ঘ) ক্যালিফর্নিয়া
সঠিক উত্তর: (ক)
২৫. দ্বিপদ নামের দ্বিতীয় অংশটি কী?
ক) প্রজাতি
খ) গণ
গ) রাজ্য
ঘ) শ্রেণি
সঠিক উত্তর: (ক)
২৬. প্রকৃতি বিজ্ঞানের প্রাচীনতম শাখা কোনটি?
ক) জীববিজ্ঞান
খ) কৃষিবিজ্ঞান
গ) উদ্যানবিজ্ঞান
ঘ) উদ্ভিদবিজ্ঞান
সঠিক উত্তর: (ক)
২৭. ম্যালেরিয়া জীবাণুর বৈজ্ঞানিক নাম কী?
ক) Plasmodium vivax
খ) Vibrio cholerae
গ) Apis indica
ঘ) Copsychus saularis
সঠিক উত্তর: (ক)
২৮. ক্যারোলাস কোন দেশের অধিবাসী ছিলেন?
ক) সুইডেন
খ) স্পেন
গ) গ্রিক
ঘ) ইংল্যান্ড
সঠিক উত্তর: (ক)
২৯. “শোষণ” পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে কোন রাজ্যভুক্ত জীবেরা?
ক) মনেরা
খ) প্রোটিস্টা
গ) ফানজাই
ঘ) প্লানটি
সঠিক উত্তর: (ক)
৩০. ফাস্ট ফুডে কোনটির অভাব রয়েছে?
ক) শ্বেতসার ও আমিষ
খ) আমিষ ও স্নেহ পদার্থ
গ) স্নেহ পদার্থ
ঘ) ভিটামিন ও খনিজ পদার্থ
সঠিক উত্তর: (ঘ)
৩১. জীববিজ্ঞানের স্বতন্ত্র শাখা নিচের কোনটি?
ক) জীবপরিসংখ্যান বিদ্যান
খ) অঙ্গসংস্থান বিদ্যা
গ) শারীরবিদ্যা
ঘ) শ্রেণিবিন্যাস বিদ্যা
সঠিক উত্তর: (ঘ)
৩২. Monera কিংডমের রিকম্বিনেশন-
i. একমুখী
ii. দ্বিমুখী
iii. ভাইরাস নিয়ন্ত্রিত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৩. জীব পরিসংখ্যান বিষয়ক শাখা কোনটি?
ক) Biostatistics
খ) Statistics
গ) Soil science
ঘ) Botany
সঠিক উত্তর: (ক)
৩৪. মনেরা রাজ্যের জীবদের কোষে অনুপস্থিত-
i. রাইবোসোম, ক্রোমাটিন বস্তু
ii. প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া
iii. এন্ডোপ্লাজমিক জালিকা, নিউক্লিওলাস
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৫. জীববিজ্ঞানের প্রধান শাখা কয়টি?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
সঠিক উত্তর: (ক)
৩৬. প্লাস্টিডবিহীন জীব-
i. প্রথম নমুনা
ii. দ্বিতীয় নমুনা
iii. চতুর্থ নমুনা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৭. জড় পদার্থের গুণাগুণ কোন শাখায় পর্যালোচনা করা হয়?
ক) প্রাণিবিজ্ঞান
খ) উদ্ভিদবিজ্ঞান
গ) চিকিৎসাবিজ্ঞান
ঘ) পদার্থবিজ্ঞান ও রসায়ন
সঠিক উত্তর: (ঘ)
৩৮. হুইটটেকার কত সালে ফাইভ কিংডম পদ্ধতি প্রস্তাব করেন?
ক) ১৯৬৬
খ) ১৯৬৭
গ) ১৯৬৮
ঘ) ১৯৬৯
সঠিক উত্তর: (ঘ)
৩৯. কোনটি বিজ্ঞানের অন্যতম মৌলিক শাখা?
ক) অণুজীববিজ্ঞান
খ) জীববিজ্ঞান
গ) মৎসবিজ্ঞান
ঘ) মৃত্তিকাবিজ্ঞান
সঠিক উত্তর: (খ)
৪০. পেশিতে O2, পুষ্টি ও শক্তি যোগায় কোনটি?
ক) পরিপাকতন্ত্র
খ) পৌষ্টিকতন্ত্র
গ) শ্বসনতন্ত্র
ঘ) রক্ত সংবহনতন্ত্র
সঠিক উত্তর: (ঘ)
৪১. ICBN স্বীকৃত শ্রেণিবিন্যাসের ধাপসমূহ বড় থেকে ছোট ক্রমধারায় নিম্নরূপ-
ক) Kingdom>Phylum>Class>Order>Family>Genus>Species
খ) Phylum>Class>Order>Family>Genus>Species
গ) Class>Phylum>Order>Family>Genus>Species
ঘ) কোনটিই সঠিক নয়
সঠিক উত্তর: (ক)
৪২. মাশরুমের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত?
ক) লিপিড
খ) লিগনিন
গ) কাইটিন
ঘ) সুবেরিন
সঠিক উত্তর: (গ)
৪৩. শ্রেণিবিন্যাসের লক্ষ্য মূলত কয়টি?
ক) একটি
খ) দুটি
গ) চারটি
ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (ক)
৪৪. বিরূপ পরিবেশে জীবের অস্তিত্ব রক্ষায় কোনটির ভূমিকা অপরিসীম?
ক) চিকিৎসাবিজ্ঞান
খ) কৃষিবিজ্ঞান
গ) মৃত্তিকা বিজ্ঞান
ঘ) জীববিজ্ঞান
সঠিক উত্তর: (ঘ)
৪৫. জীববিজ্ঞানের ভৌত শাখা হলো-
i. কীটতত্ত্ব
ii. কোষবিদ্যা
iii. শারীরবিদ্যা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) iii
ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৬. দেহে জটিল টিস্যুতন্ত্র থাকে কোন রাজ্যে?
ক) মনেরা
খ) প্রোটিস্টা
গ) ফানজাই
ঘ) অ্যানিমেলিয়া
সঠিক উত্তর: (ঘ)
৪৭. Applied Biology এর অন্য নাম-
i. মৌলিক জীববিজ্ঞান
ii. ভৌত জীববিজ্ঞান
iii. ফলিত জীববিজ্ঞান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৪৮. এন্ডোক্রাইলোলজিতে কী নিয়ে আলোচনা করা হয়?
ক) এনজাইম
খ) হরমোন
গ) যকৃত
ঘ) কোষ
সঠিক উত্তর: (খ)
৪৯. এককোষী প্রাণীরা বেঁচে থাকার জন্য ব্যবহার করে-
i. অক্সিজেন
ii. পুষ্টি
iii. শক্তি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫০. ভবিষ্যতে সব জীবের বর্ণনা শেষ হলে আনুমানিক সংখ্যা কত দাঁড়াবে?
ক) প্রায় এক কোটি
খ) প্রায় দেড় কোটি
গ) প্রায় দুই কোটি
ঘ) প্রায় আড়াই কোটি
সঠিক উত্তর: (ক)






, , , , ,

0 comments :

পোষ্টের ধরন

আমাদের ফ্যান পেজ লাইক করুন

ইসলামিক রিসার্চ সমৃদ্ধ ফ্যান পেজ

বর্তমান পরিদর্শকের মোট সংখ্যা

Subscribe to Newsletter

We'll never share your Email address.
© 2018 Eqra Coaching. Eqra Designed by Eqra. Powered by Eqra.